গাঁজা চাষ ও সেবনের বৈধতা দাবি করে বিশাল র্যালির আয়োজন করেছে মেক্সিকোর নাগরিকরা। শনিবার (৩ মে) দেশটির রাজধানী মেক্সিকো সিটির প্রধান সড়কে জমায়েত হন তারা।
র্যালিতে অংশ নিয়ে অনেকেই গাঁজা সেবনে আইনগত জটিলতার প্রতিবাদ জানান এবং ব্যক্তিগতভাবে গাঁজা চাষ ও ব্যবহার বৈধ করার জন্য সরকারের কাছে দাবি তুলে ধরেন।
উল্লেখ্য, ২০১৭ সালে চিকিৎসা ব্যবহারের জন্য গাঁজার অনুমোদন দেয় মেক্সিকো সরকার। এরপর ২০২১ সালে প্রাপ্তবয়স্কদের জন্য প্রকাশ্যে গাঁজা সেবনকে সীমিতভাবে বৈধতা দেওয়া হয়। তবে এখনো ব্যক্তিগত ব্যবহার ও চাষের ক্ষেত্রে আইনি জটিলতা রয়েছে। পাশাপাশি, বাণিজ্যিক উদ্দেশ্যে গাঁজার বিক্রি এখনো নিষিদ্ধ।