দীর্ঘদিন খারাপ সময়ের মধ্যে ছিলেন লিটন দাস। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে গিয়ে আঙুলে চোট পেয়ে দেশে ফিরে আসেন, মাঠেই নামা হয়নি। তবে খারাপ সময় যে স্থায়ী নয়, তা প্রমাণ করলেন এবার জাতীয় দলে নতুন দায়িত্ব পেয়ে।
রোববার (৪ মে) বিকেলে মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমূল আবেদীন ফাহিম আনুষ্ঠানিকভাবে জানালেন, বাংলাদেশ টি–টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হচ্ছেন লিটন দাস।
তাঁর কাঁধে দায়িত্ব দেওয়া হয়েছে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। এর আগে চারটি টি–টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন লিটন। সে অভিজ্ঞতার ভিত্তিতেই এবার স্থায়ী দায়িত্ব পেলেন তিনি।
সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে সহ–অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে।
তবে মেহেদীর সহ–অধিনায়কত্ব আপাতত এই দুটি সিরিজের জন্যই। ফাহিম জানান, আরও কয়েকজনকে দেখা হবে সহ–অধিনায়ক হিসেবে। পরে একজনকে স্থায়ীভাবে বেছে নেওয়া হবে।