চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সুস্থভাবে দেশে ফিরতে পারায় দেশবাসীর প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি—এমনটাই জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার (৬ মে) দুপুর ১টা ২৫ মিনিটে রাজধানীর গুলশানের ফিরোজা বাসভবনে পৌঁছান খালেদা জিয়া। গাড়ি থেকে নিজে হেঁটে বাসায় প্রবেশ করেন তিনি।
পরে বাসভবনে এক ব্রিফিংয়ে ডা. জাহিদ বলেন, “দীর্ঘ ১৭ ঘণ্টার ভ্রমণ করেছেন তিনি। এতে শারীরিকভাবে কিছুটা ক্লান্ত হলেও মানসিকভাবে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।”
তিনি আরও জানান, “বিএনপি চেয়ারপারসন এখনো আগের মতোই দেশের মানুষের পাশে থাকতে চান।”
চিকিৎসার জন্য গত চার মাস তিনি ছিলেন যুক্তরাজ্যে। এই সময় বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী প্রশাসন, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষের সহযোগিতা পেয়েছেন বলে জানান ডা. জাহিদ। এসবের জন্য খালেদা জিয়া সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলেও জানান তিনি।
Mytv Online