পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ ছুটিসহ টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন দেশের মানুষ। মঙ্গলবার (৬ মে) দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী, ছুটির ধারাবাহিকতা বজায় রাখতে ১৭ মে (শনিবার) ও ২৪ মে (শনিবার) সরকারি অফিস খোলা থাকবে। এই দুইদিন অফিস খোলা রেখে ছুটির সময়টিকে লম্বা করা হয়েছে।
একই বৈঠকে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’-এর খসড়াও অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।
প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত সভায় দেশের চলমান পরিস্থিতি, নিরাপত্তা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
বিকেল ৩টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।