বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন এবং তাঁর ছেলে বাগেরহাট–২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়সহ পাঁচজনের বিরুদ্ধে ২০০ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের হয়েছে। মামলার বাদী স্থানীয় ‘নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট’ এর ব্যবস্থাপনা পরিচালক আবদুল মান্নান তালুকদার।
সোমবার (৫ মে) বাগেরহাট সদর মডেল থানায় দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, ২০১৮ সালের ১৫ নভেম্বর এবং ২০১৯ সালের ৩ জানুয়ারি – দুই দফায় ভয়ভীতি দেখিয়ে মোট ২০ কোটি টাকা আদায় করেন আসামিরা।
মামলায় আসামি করা হয়েছে: শেখ হেলাল উদ্দীন,শেখ সারহান নাসের তন্ময়,শেখ হেলালের ব্যক্তিগত সহকারী মো. ফিরোজুল ইসলাম,শেখ তন্ময়ের ব্যক্তিগত সহকারী শাহীন মিয়া,শহীদুল ইসলাম।
বাগেরহাট সদর থানার ওসি মাহামুদ-উল-হাসান জানান, মামলাটি দণ্ডবিধির ৩৮৬ ও ৩৮৭ ধারায় (চাঁদাবাজি ও ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়) রুজু করা হয়েছে। ইতিমধ্যে শহীদুল ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে, অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এজাহারে বলা হয়, ২০১৮ সালের রাতে শেখ হেলাল, তাঁর ছেলে ও সহযোগীরা সরুই এলাকার ব্যবসায়িক কার্যালয়ে গিয়ে ২০০ কোটি টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে ব্যবসা বন্ধ, মিথ্যা মামলা এবং প্রাণনাশের হুমকি দেন। মান্নান তালুকদার প্রথম দফায় ৭ কোটি ৩০ লাখ টাকা এবং দ্বিতীয় দফায় ১২ কোটি ৭০ লাখ টাকা দেন।
প্রসঙ্গত, মামলার বাদী আবদুল মান্নান নিজেও দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্থ পাচারের এক মামলায় অভিযুক্ত। সেই মামলায় তিনি দীর্ঘ সময় কারাভোগের পর জামিনে মুক্ত হন।
অভিযোগকারী জানান, আসামিরা ক্ষমতাসীন দলের প্রভাবশালী হওয়ায় এত দিন মামলা করার সাহস পাননি, এখন রাজনৈতিক পরিস্থিতি বদলে যাওয়ায় মামলা করেছেন।
Mytv Online