ঢাকা , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ , ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে : রিজওয়ানা হাসান কন্টেন্ট তৈরির সুযোগ দিচ্ছে পাবজি গেম পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর সেই তন্বীর সম্মানে ডাকসুর গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিল ছাত্রদল ইসরায়েলি হামলা ও অনাহারে গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৬২ হাজার রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির কোনো প্রয়োজন নেই: ট্রাম্প শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর: মাহফুজ আলম লাইনচ্যুত ট্রেন উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত ব্রাহ্মণবাড়িয়ায় দুই কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ প্রেসিডেন্ট হওয়ার খবর উড়িয়ে দিলেন পাকিস্তানের সেনাপ্রধান বিদেশে বাংলাদেশি সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ যেসব জেলায় বৃষ্টি হতে পারে আজ ফারুকীর সর্বশেষ অবস্থা জানালেন তিশা গাজায় ২৪ ঘণ্টায় আরও ৭০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল শেখ হাসিনা গণশত্রুতে পরিণত হয়েছে: এ্যানি পাঁচ মেডিকেল কলেজে হচ্ছে বার্ন ইউনিট শেখ মুজিব জাতির পিতা নন, স্বাধীনতায় তার ত্যাগ স্বীকার করি: নাহিদ করমর্দন করলেন ট্রাম্প ও পুতিন ভোলাগঞ্জের পাথর লুটের ঘটনায় মামলা, অজ্ঞাতনামা আসামি ২ হাজার ৪০ মিনিট অ্যাম্বুলেন্স আটকে রাখলো সিন্ডিকেট, ভেতরে নবজাতকের মৃত্যু

শেখ হেলাল ও শেখ তন্ময়ের বিরুদ্ধে ২০ কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে মামলা

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৫ ০৭:৪৯:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৫ ০৭:৪৯:৪৯ অপরাহ্ন
শেখ হেলাল ও শেখ তন্ময়ের বিরুদ্ধে ২০ কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে মামলা
বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন এবং তাঁর ছেলে বাগেরহাট–২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়সহ পাঁচজনের বিরুদ্ধে ২০০ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের হয়েছে। মামলার বাদী স্থানীয় ‘নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট’ এর ব্যবস্থাপনা পরিচালক আবদুল মান্নান তালুকদার।

সোমবার (৫ মে) বাগেরহাট সদর মডেল থানায় দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, ২০১৮ সালের ১৫ নভেম্বর এবং ২০১৯ সালের ৩ জানুয়ারি – দুই দফায় ভয়ভীতি দেখিয়ে মোট ২০ কোটি টাকা আদায় করেন আসামিরা।

মামলায় আসামি করা হয়েছে: শেখ হেলাল উদ্দীন,শেখ সারহান নাসের তন্ময়,শেখ হেলালের ব্যক্তিগত সহকারী মো. ফিরোজুল ইসলাম,শেখ তন্ময়ের ব্যক্তিগত সহকারী শাহীন মিয়া,শহীদুল ইসলাম।

বাগেরহাট সদর থানার ওসি মাহামুদ-উল-হাসান জানান, মামলাটি দণ্ডবিধির ৩৮৬ ও ৩৮৭ ধারায় (চাঁদাবাজি ও ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়) রুজু করা হয়েছে। ইতিমধ্যে শহীদুল ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে, অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এজাহারে বলা হয়, ২০১৮ সালের রাতে শেখ হেলাল, তাঁর ছেলে ও সহযোগীরা সরুই এলাকার ব্যবসায়িক কার্যালয়ে গিয়ে ২০০ কোটি টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে ব্যবসা বন্ধ, মিথ্যা মামলা এবং প্রাণনাশের হুমকি দেন। মান্নান তালুকদার প্রথম দফায় ৭ কোটি ৩০ লাখ টাকা এবং দ্বিতীয় দফায় ১২ কোটি ৭০ লাখ টাকা দেন।

প্রসঙ্গত, মামলার বাদী আবদুল মান্নান নিজেও দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্থ পাচারের এক মামলায় অভিযুক্ত। সেই মামলায় তিনি দীর্ঘ সময় কারাভোগের পর জামিনে মুক্ত হন।

অভিযোগকারী জানান, আসামিরা ক্ষমতাসীন দলের প্রভাবশালী হওয়ায় এত দিন মামলা করার সাহস পাননি, এখন রাজনৈতিক পরিস্থিতি বদলে যাওয়ায় মামলা করেছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে : রিজওয়ানা হাসান

খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে : রিজওয়ানা হাসান