ঢাকা , শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ , ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদপুরে মেঘনা থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার হোয়াইট হাউসের সভা থেকে বের করে দেওয়া হলো জাকারবার্গকে দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা মহামারির পর্যায়ে: উপদেষ্টা শারমীন মুরশিদ বরখাস্ত হওয়া থাই প্রধানমন্ত্রী পেলেন সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব ভারতে অ্যাপলের কারখানা থেকে সরানো হলো ৩ শতাধিক চীনাকে ইউক্রেনের হামলায় রুশ নৌবাহিনীর উপপ্রধান নিহত ব্যাটিংয়ে দুর্দশা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি বাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ভারত সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় ৪ দিনের রিমান্ডে পরেশ রাওয়াল ফিরতেই সুনীল শেঠির রসিকতা! ঋতুপর্ণাদের সামনে বিশ্বকাপ খেলার হাতছানি পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে আনুষ্ঠানিকভাবে যুক্ত করার পরিকল্পনা নেতানিয়াহু প্রশাসনের বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ‘থাড’ স্থাপন হলো সৌদিতে থানায় হামলা চালিয়ে ২ সাজাপ্রাপ্ত আসামি ছিনতাই, ওসিসহ আহত ২০ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে একটি শব্দও খরচ করতে ইচ্ছুক না: উমামা ফাতেমা বিয়ে সেরেছিলেন মাসখানেক আগে, গাড়ি দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু লিভারপুল তারকা দিয়োগো জোতা'র সংবিধানের নামে দেশে যেটি আছে সেটি আওয়ামী বিধান: হাসনাত তারেক রহমান ও মির্জা ফখরুলকে ট্যাগ করে যা বললেন সারজিস যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে আবারও বিমান দুর্ঘটনা, আহত ১৫ হংকংকে হারিয়ে শুভ সূচনা করল বাংলাদেশ

ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের, নিহত ৮

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ১০:২০:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ১০:২০:৫২ পূর্বাহ্ন
ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের, নিহত ৮
পাকিস্তানের ৬ স্থানে ভারতের বিমান হামলায় ৮ বেসমারিক নাগরিক নিহত হয়েছেন। এর মধ্যে ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি জানিয়েছে পাকিস্তান। মঙ্গলবার গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে। খবর ডনের।পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, গভীর রাতে ভারত হামলা চালায়। ভারত মোট ছয়টি স্থানে হামলা চালায়, যার মধ্যে রয়েছে সিয়ালকোট, কোটলি, বাহাওয়ালপুর এবং মুজাফফরাবাদ।বুধবার রাত ১টার পরপরই ভারতীয় বিমান হামলার মাধ্যমে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা শুরু হয়। ভারত এই অভিযানটির নাম দিয়েছে ‘অপারেশন সিন্ধুর’।


হামলার খবর ছড়িয়ে পড়ার পরপরই পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) নিশ্চিত করে যে, তাদের বিমানবাহিনী সক্রিয় রয়েছে এবং ভারত তার নিজস্ব আকাশসীমা থেকেই হামলা চালিয়েছে।পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার রাত পৌনে ৩টার দিকে জানান, পাকিস্তান দুইটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে। রাত ৩টা ৪২ মিনিটে রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভির মাধ্যমে তৃতীয়টি ভূপাতিত হওয়ার খবর আসে। যার মধ্যে পাকিস্তান বিমানবাহিনী আওয়ান্তিপোরা থেকে ১৭ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে আরেকটি ভারতীয় রাফাল বিমান ভূপাতিত করেছে।


ভোর ৪টার দিকে সেনাবাহিনীর মুখপাত্র জানান, এ পর্যন্ত ৮ জন বেসামরিক লোক নিহত হয়েছেন।এরপর ভোর ৫টার পরে প্রতিরক্ষা ও তথ্যমন্ত্রীরা চতুর্থ ও পঞ্চম ভারতীয় বিমান ভূপাতিত হওয়ার খবর নিশ্চিত করেন।সকাল ৭টায় তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, ভারত নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) সাদা পতাকা উত্তোলন করে ‘পরাজয় মেনে নিয়েছে।’ ওই সময় টেলিভিশন স্ক্রিনে একটি সাদা পতাকা দেখানো হচ্ছিল।সকাল ভোর ৫টা ৯ মিনিটে জিও নিউজের লাইভে তারার বলেন, ‘আমরা বিমান ভূপাতিত করেছি আখনুর, আম্বালা, বারনালা এবং জম্মুতে।



আমরা কোয়াডকপ্টার ও একটি বড় ড্রোনও গুলি করে নামিয়েছি।’ রয়টার্স জানায়, পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমানের মধ্যে তিনটি ছিল রাফাল, একটি এসইউ-৩০ এবং একটি মিগ-২৯ ভূপাতিত করেছে।সেনাবাহিনীর এক মুখপাত্র রয়টার্সকে বলেন, ভারতীয় বিমানগুলোকে কেবল তখনই লক্ষ্য করে গুলি করা হয়, যখন তারা পাকিস্তানে হামলা চালায়।তবে ভারতের পক্ষ থেকে এই বিমান ভূপাতিত হওয়ার বিষয়ে এখনো কোনো মন্তব্য আসেনি। 


 
এদিকে পিটিভির দাবি, ‘ভারতীয় গণমাধ্যম উন্মত্তের মতো পাকিস্তান বিমানবাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে মিথ্যা গল্প ছড়াচ্ছে এবং মিথ্যা দাবি করছে যে পাকিস্তানের বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।’ তারা আরো জানিয়েছে, ‘পাকিস্তান বিমান বাহিনীর কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি।’

কমেন্ট বক্স
চাঁদপুরে মেঘনা থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার

চাঁদপুরে মেঘনা থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার