রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত অটোরিকশা নিষিদ্ধ না করলে আগামী ১৩ ও ১৪ মে ৪৮ ঘণ্টার ধর্মঘটের ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদ।
বুধবার (৭ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ ঘোষণা দেন সংগঠনটি। বিক্ষোভ মিছিল কর্মসূচিও পালন করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, ব্যাটারি চালিত অটোরিকশা যাত্রীদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ বাহন। এতে অনেক আহত এবং নিহতের ঘটনাও ঘটছে। এ পরিস্থিতিতে সরকার রাজধানীর প্রধান সড়ক ও হাইওয়েতে ব্যাটারি চালিত অটোরিকশা নিষিদ্ধ না করলে আগামী ১৩ ও ১৪ মে সিএনজি অটোরিকশা বন্ধ রেখে ধর্মঘট পালন করা হবে।