ঢাকা , বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ , ২৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তানে হামলার ভিডিও প্রকাশ ভারতীয় সেনাবাহিনীর সমুদ্রে ডুবল মার্কিন নৌবাহিনীর আরেক যুদ্ধবিমান হামলায় অংশ নেয় ৭৫ থেকে ৮০টি ভারতীয় যুদ্ধবিমান : পাকিস্তান পাকিস্তানের গোলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫: ভারতীয় সেনাবাহিনী এবার মতিঝিলে হচ্ছে পার্ক ঢাকা রেঞ্জের ডিআইজি হলেন সাবেক ডিবিপ্রধান রেজাউল মল্লিক এক ম্যাচ হাতে রেখে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় টাইগারদের সীমানা জটিলতায় ৬১ আসনের আবেদন ইসিতে পাক-ভারত সংঘাত : সীমান্তের জেলাগুলোতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ নতুন মামলায় গান বাংলার তাপসসহ গ্রেপ্তার ৪ রাজধানীর কাওরান বাজারে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত বাংলাদেশের বিচার বিভাগের প্রশংসা করলেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ১৫ মে থেকে বাজারে আসছে রাজশাহীর আম র‍্যাব অফিসে এএসপি পলাশের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, পাশে চিরকুট কক্সবাজারের সমুদ্রসৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ভারত হামলা বন্ধ করলে আমরাও করবো: পাক প্রতিরক্ষামন্ত্রী পাল্টা জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অনুমতি দিলো পাকিস্তান পাকিস্তানে ঢুকতে পারেনি কোনো ভারতীয় যুদ্ধবিমান: ইসলামাবাদ ভারত-পাকিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ঢাকা, দুই দেশকে শান্ত থাকার আহ্বান

পাকিস্তানে নিহত বেড়ে ২৬, প্রাণ হারিয়েছেন নারী-শিশুরাও

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ০১:৩৯:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ০১:৩৯:১২ অপরাহ্ন
পাকিস্তানে নিহত বেড়ে ২৬, প্রাণ হারিয়েছেন নারী-শিশুরাও
পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মধ্যরাতে দেশটির মোট নয়টি জায়গায় চালানো এই হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে।এমনকি বর্বর এই হামলায় প্রাণ হারিয়েছেন নারী ও শিশুরাও। আহত হয়েছেন আরও ৪৬ জন। বুধবার (৭ মে) এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।



সংবাদমাধ্যমটি বলছে, বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ জানিয়েছেন, ভারতের সাম্প্রতিক হামলায় ৬টি এলাকায় মোট ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং ৪৬ জন আহত হয়েছেন।




তিনি জানান, বাহাওয়ালপুরের আহমেদপুর ইস্ট এলাকায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানে ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন তিন বছরের মেয়ে শিশু, সাতজন নারী এবং চারজন পুরুষ রয়েছেন। সেখানে আহত হয়েছেন ৩৭ জন, যাদের মধ্যে ৯ জন নারী এবং ২৮ জন পুরুষ।



তিনি আরও বলেন, মুজাফফরাবাদের কাছে বিলাল মসজিদে হামলায় তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক মেয়ে ও এক ছেলে। কোটলিতে আব্বাস মসজিদে হামলায় ১৬ বছর বয়সী এক মেয়ে ও ১৮ বছর বয়সী এক ছেলে নিহত হয়েছেন এবং এক মা ও তার মেয়ে আহত হয়েছেন।পাঞ্জাবের মুরিদকে এলাকায় উম্মালকুরা মসজিদে হামলায় তিনজন পুরুষ নিহত হয়েছেন এবং একজন আহত হয়েছেন বলে জানান পাকিস্তানের সেনাবাহিনীর এই মুখপাত্র।




তিনি বলেন, সিয়ালকোট ও শাকরগড়ের হামলাগুলোতে কোনও প্রাণহানি হয়নি, তবে শাকরগড়ে একটি ডিসপেনসারি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, লাইন অব কন্ট্রোলে (এলওসি) ভারতীয় সেনাবাহিনীর গুলিতে পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন পাঁচ বছর বয়সী শিশু।জেনারেল আহমেদ শরীফ অভিযোগ করেন, “ভারত মসজিদসহ ধর্মীয় স্থাপনাগুলোকে হামলার লক্ষ্যবস্তু করেছে, যা মোদি সরকারের ‘হিন্দুত্ববাদী’ মানসিকতার পরিচয় বহন করে। এই (মোদির) সরকার সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলমানদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে।”

এদিকে ভারত পাকিস্তানের অভ্যন্তরে একাধিক হামলা চালানোর পর পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন।তিনি উল্লেখ করেছেন, সমস্ত ভারতীয় বিমান তাদের আকাশসীমায় গুলি করে ভূপাতিত করা হয়েছে।পাকিস্তানের এই প্রধান সামরিক মুখপাত্রের মতে, কাশ্মিরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর বর্তমানে তীব্র গুলি বিনিময় চলছে। তিনি আরও নিশ্চিত করেছেন, পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) সমস্ত বিমান নিরাপদ রয়েছে।




এদিকে পাকিস্তানের বেশ কয়েকটি নিরাপত্তা সূত্র জিও নিউজকে জানিয়েছে, পাকিস্তানের হামলায় ভূপাতিত ভারতীয় বিমানগুলোর মধ্যে তিনটি রাফাল ফাইটার জেট, একটি মিগ-২৯ এবং একটি এসইউ-৩০ যুদ্ধবিমান রয়েছে।
 

কমেন্ট বক্স
পাকিস্তানে হামলার ভিডিও প্রকাশ ভারতীয় সেনাবাহিনীর

পাকিস্তানে হামলার ভিডিও প্রকাশ ভারতীয় সেনাবাহিনীর