আবারও ‘একটি ওয়ান ইলেভেন’ পরিস্থিতি তৈরি হতে পারে—এমন হুঁশিয়ারি দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক সংস্কারে হাত না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
বুধবার (৭ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় নাগরিক পরিষদ আয়োজিত এক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
জয়নুল ফারুক বলেন, দীর্ঘ চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফেরার পর যে গণঅভ্যর্থনা পেয়েছেন, তা দেখে নেতাকর্মীরা নতুন করে উদ্দীপনা ও আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। তাই এই মুহূর্তে একটি জাতীয় নির্বাচনের প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, নির্বাচন নিয়ে নানা ‘চক্রান্ত’ চলছে। এ প্রসঙ্গে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকেও সতর্ক থাকার পরামর্শ দেন এই বিএনপি নেতা।
রোহিঙ্গা সংকট নিয়েও বক্তব্য দেন জয়নুল আবদিন ফারুক। বলেন, করিডর না দিয়েও রাখাইনদের সহায়তা করার সক্ষমতা বাংলাদেশের আছে। এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ভার নতুনভাবে নির্বাচিত সরকারকেই দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।