বাংলাদেশের জনগণ এবং বিচার বিভাগের প্রশংসা করলেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।
বুধবার (৭ মে) দুপুরে সুপ্রিম কোর্ট দেখতে এসে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে উপস্থিত হয়ে এই প্রসংশা করেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত।
আদালত কক্ষে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বাংলাদেশের জনগণ এবং বিচার বিভাগের প্রশংসার পাশাপাশি দেশের বিচার বিভাগের রিফর্ম নিয়ে তার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় আদালতে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
Mytv Online