রাজধানীর কারওয়ান বাজার রেলগেট এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মো. লোকমান (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার (৭ মে) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সেখান থেকে তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত লোকমান চাঁদপুর সদরের লালদিয়া গ্রামের ফানিফ হদানিয়ার ছেলে। বর্তমানে তিনি মেরুল বাড্ডা এলাকায় ভাড়া থাকতেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা একজন পথচারী জানান, আজ দুপুরের দিকে অসতর্কভাবে ওই বৃদ্ধ কাওরানবাজার রেললাইন দিয়ে পায়ে হেঁটে পার ছিলেন। এ সময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ওই বৃদ্ধ। পরে দ্রুততাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Mytv Online