ঢাকার মতিঝিলে রাজউক ও গণপূর্ত অধিদপ্তরের মালিকানাধীন প্রায় ১১ একর জায়গায় জলাধার, শিশুদের খেলার মাঠসহ একটি আধুনিক পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
বুধবার (৭ মে) রাজউক চেয়ারম্যান নিজেই ওই এলাকা পরিদর্শনে গিয়ে জানান, এত বড় জায়গায় প্রস্তাবিত এই পার্কটি হলে তা ঢাকাবাসীর জন্য একটি "স্বস্তির নিশ্বাস" হয়ে উঠবে। প্রকল্প বাস্তবায়নে সৌন্দর্য বর্ধনের পাশাপাশি পরিবেশ দূষণ রোধ এবং নাগরিকদের মানসিক প্রশান্তির বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
তবে চ্যালেঞ্জও কম নয়। প্রকল্প এলাকার বড় অংশ দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা, যার মধ্যে সরকারি ভবনও রয়েছে। রয়েছে গ্যারেজ, যা এখন পরিবেশ দূষণের বড় উৎসে পরিণত হয়েছে।
রাজউক চেয়ারম্যান দখলদার উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। এমনকি রাজউকের জমিতে অনুমতি ছাড়াই নির্মিত সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় স্থানান্তরের নির্দেশনাও দেওয়া হয়েছে। এছাড়া, সিটি কর্পোরেশনের বর্জ্য নিষ্কাশনের জন্য ব্যবহৃত অংশও বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।
পরিদর্শনে রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ), প্রধান নগর স্থপতি, প্রধান প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।