কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর তা যুদ্ধে রূপ নিচ্ছে। এর জবাবে পাকিস্তানের অন্তত পাঁচটি স্থানে বিমান হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এই হামলার ভিডিও প্রকাশ করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বুধবার (৭ মে) ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মঙ্গলবার গভীর রাতে (রাত ১:০৪ থেকে ১:৩০ পর্যন্ত) এই অভিযানে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে অবস্থিত অন্তত ৯টি সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করা হয়েছে। এতে জইশ-ই-মোহাম্মদ, লস্কর-ই-তইয়্যেবা এবং হিজবুল মুজাহিদিন এর সদস্যসহ প্রায় ৭০ জন নিহত হয়েছে বলে দাবি ভারতীয় কর্তৃপক্ষের।
সেনা সূত্রে জানা গেছে, হামলার প্রথম ধাপে কোটলি জেলার মারকাজ আব্বাস ক্যাম্পে আঘাত হানা হয়, যেটিকে লস্কর-ই-তইয়্যেবার আত্মঘাতী হামলাকারীদের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এরপর পর্যায়ক্রমে আরও কয়েকটি ঘাঁটিতে টার্গেটেড স্ট্রাইক চালানো হয়।
দিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, কর্ণেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিংহ বলেন, “পেহেলগাম হামলার পরিকল্পনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাই ছিল আমাদের লক্ষ্য। পাকিস্তানের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না আসায় আমরা বাধ্য হয়ে এই পদক্ষেপ নিয়েছি।”
তারা আরও বলেন, “এই অভিযান পরিমিত, দায়িত্বশীল এবং প্রতিরোধমূলক ছিল। মূল লক্ষ্য ছিল সন্ত্রাসীদের অবকাঠামো ধ্বংস করে ভবিষ্যতের হামলা প্রতিরোধ করা।”
এদিকে পাকিস্তানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই হামলা ভারত-পাকিস্তান উত্তেজনা ফের বাড়িয়ে তুলতে পারে।