বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সোজাসাপটা জানিয়ে দিলেন— দাম বাড়ার এই ঝাঁঝ কমাতে হলে শুধু টাকা ছাপলে হবে না। ইনফ্লেশন ৪ থেকে ৫ শতাংশে নামানো সম্ভব, কিন্তু তার জন্য বাস্তব কাজকর্ম করতে হবে।
বৃহস্পতিবার (৮ মে) বাংলা একাডেমিতে ‘ব্যাংকার–এসএমই নারী উদ্যোক্তা সমাবেশে’ এসব কথা বলেন তিনি।
গভর্নর বলেন, কাগজে-কলমে নারী-পুরুষ সমান— এটা অনেক পুরনো কথা। বাস্তবে কী হচ্ছে, সেটাই আসল। শুধু অধিকার লিখে দিয়ে হবে না, অর্থনৈতিক স্বাধীনতা না এলে নারীরা পিছিয়েই থাকবে। ব্যাংক থেকে ঋণ নিতে গিয়ে তাদের যেসব বাধার মুখে পড়তে হয়, সেগুলো কাটিয়ে উঠতে এখনই পদক্ষেপ দরকার।
আরও বলেন, নারীদের আলাদা করে দেখলে চলবে না। বরং কীভাবে তাদের পাশে দাঁড়ানো যায়, সেই ভাবনাটাই জরুরি। প্রত্যেক মানুষের হাইস্কুল পর্যন্ত পড়াশোনা নিশ্চিত করতে হবে— এটাও বারবার তুলে ধরেন তিনি।
এদিকে, প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে শুরু হলো নারী উদ্যোক্তা মেলা। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে চলবে রোববার (১১ মে) পর্যন্ত। সকাল ১০টা থেকে রাত ৮টা— প্রতিদিন চলবে এই মেলা। সবার জন্য উন্মুক্ত।
Mytv Online