সিলেটের গোয়াইনঘাটে খেলার মাঠ নিয়ে সীমান্তে উত্তেজনা। তামাবিলের খাসিয়া হাওরে বৃহস্পতিবার (৮ মে) সকালে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা বলছেন, শত বছর ধরে তারা ওই মাঠে খেলাধুলা করে আসছেন। হঠাৎ করে ভারতীয় বিএসএফ মাঠের বাইরের একটা পিলার ভেতরে টেনে আনার চেষ্টা করলে বিপত্তি বাঁধে।
সকালে দুই দেশের জরিপ দল মাঠে গেলে পরিস্থিতি গরম হয়ে ওঠে। উপস্থিত ছিলেন বিজিবি ও বিএসএফ সদস্যরাও।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ছিটমহল চুক্তির আওতায় যৌথ জরিপের অংশ হিসেবেই তারা সেখানে গিয়েছিল।