ফিফার অনুমোদন পেলেন শমিত সোম, এখন শুধু মাঠে নামার অপেক্ষা। এর মধ্যেই বাংলাদেশের ফুটবল সমর্থকদের ধন্যবাদ জানালেন কানাডা প্রবাসী এই মিডফিল্ডার।
বৃহস্পতিবার (৮ মে) বাফুফের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় ২৭ বছর বয়সী শমিত বলেন, “আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে দারুণ রোমাঞ্চিত। আপনাদের ভালোবাসা ও সহযোগিতার জন্য ধন্যবাদ।”
৬ মে ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির ছাড়পত্র পেয়েছেন তিনি। এর আগে ১ মে কানাডা সকার অ্যাসোসিয়েশন অনুমোদন দেয়, আর ৫ মে হাতে পান বাংলাদেশের পাসপোর্ট।
শমিত বলেন, “যারা এই পুরো প্রক্রিয়াটি দ্রুত শেষ করতে সহযোগিতা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা।”
জন্ম ও বেড়ে ওঠা কানাডায় হলেও শিকড় বাংলাদেশে। ২০২০ সালে কানাডার হয়ে ২টি ম্যাচ খেলেছেন শমিত। ক্লাব ফুটবলে তিনি কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্যাভালরি এফসির খেলোয়াড়।
সব কিছু ঠিক থাকলে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হবে তার। সেই ম্যাচ দিয়েই সংস্কারের পর আবারও চালু হচ্ছে জাতীয় স্টেডিয়াম।
এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর অভিষেকের পর থেকেই প্রবাসী ফুটবলারদের আগ্রহ বেড়েছে লাল-সবুজের জার্সি গায়ে জড়াতে।