ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার দাবিতে ফ্রান্স-মালয়েশিয়ার জোরালো আহ্বান আইন উপদেষ্টার প্রতীকী কফিন নিয়ে মিছিল চাঁদপুরে মেঘনা থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার হোয়াইট হাউসের সভা থেকে বের করে দেওয়া হলো জাকারবার্গকে দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা মহামারির পর্যায়ে: উপদেষ্টা শারমীন মুরশিদ বরখাস্ত হওয়া থাই প্রধানমন্ত্রী পেলেন সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব ভারতে অ্যাপলের কারখানা থেকে সরানো হলো ৩ শতাধিক চীনাকে ইউক্রেনের হামলায় রুশ নৌবাহিনীর উপপ্রধান নিহত ব্যাটিংয়ে দুর্দশা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি বাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ভারত সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় ৪ দিনের রিমান্ডে পরেশ রাওয়াল ফিরতেই সুনীল শেঠির রসিকতা! ঋতুপর্ণাদের সামনে বিশ্বকাপ খেলার হাতছানি পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে আনুষ্ঠানিকভাবে যুক্ত করার পরিকল্পনা নেতানিয়াহু প্রশাসনের বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ‘থাড’ স্থাপন হলো সৌদিতে থানায় হামলা চালিয়ে ২ সাজাপ্রাপ্ত আসামি ছিনতাই, ওসিসহ আহত ২০ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে একটি শব্দও খরচ করতে ইচ্ছুক না: উমামা ফাতেমা বিয়ে সেরেছিলেন মাসখানেক আগে, গাড়ি দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু লিভারপুল তারকা দিয়োগো জোতা'র সংবিধানের নামে দেশে যেটি আছে সেটি আওয়ামী বিধান: হাসনাত তারেক রহমান ও মির্জা ফখরুলকে ট্যাগ করে যা বললেন সারজিস

তিস্তায় সহায়তা দিতে প্রস্তুত চীন, সিদ্ধান্তের দায়িত্ব বাংলাদেশের

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৫ ০৪:৩৯:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৫ ০৪:৩৯:১৭ অপরাহ্ন
তিস্তায় সহায়তা দিতে প্রস্তুত চীন, সিদ্ধান্তের দায়িত্ব বাংলাদেশের
তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহায়তা দিতে প্রস্তুত রয়েছে চীন। এখন শুধু বাংলাদেশের সিদ্ধান্ত প্রয়োজন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৃহস্পতিবার (৮ মে) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিস (বিআইআইএসএস) আয়োজিত ‘বাংলাদেশ-চীন সম্পর্কের ৫০ বছর’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশ ও চীনের রাষ্ট্রপ্রধানদের বৈঠকের পর যৌথ বিবৃতিতে জানানো হয়েছিল যে, বাংলাদেশ চীনা কোম্পানিগুলোর অংশগ্রহণকে স্বাগত জানায়। সেই অনুযায়ী চীন ইতোমধ্যে প্রস্তুত রয়েছে। এখন সিদ্ধান্ত বাংলাদেশকে নিতে হবে—তারা প্রকল্পটি এগিয়ে নিতে চায় কি না। দ্বিপাক্ষিক, ত্রিপক্ষীয় বা আন্তর্জাতিক কনসোর্টিয়ামের মাধ্যমেও প্রকল্পটি বাস্তবায়নের বিষয়টি বিবেচনায় নেওয়া যেতে পারে।

তিনি বলেন, কীভাবে প্রকল্পটি বাস্তবায়ন হবে, তা নির্ধারণের দায়িত্ব বাংলাদেশের। চীন বাংলাদেশের যেকোনো সিদ্ধান্তকে সম্মান জানাবে। তবে বেইজিং আশা করে, প্রকল্পটির কাজ দ্রুত শুরু হবে।

সেমিনারে ভারত-পাকিস্তান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ইয়াও ওয়েন। তিনি বলেন, ৭ মে ভারতের বিমান হামলা দুঃখজনক। চীন আশা করে, উভয়পক্ষ সংযম দেখাবে এবং এমন কোনো পদক্ষেপ নেবে না যাতে পরিস্থিতি আরও জটিল হয়। কাশ্মির হামলার ঘটনার নিরপেক্ষ তদন্তের পক্ষে চীন।

যুক্তরাষ্ট্রের একতরফা শুল্কনীতিরও সমালোচনা করেন তিনি। বলেন, এই নীতির ফলে বিশ্ব অর্থনীতি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের একপাক্ষিক শুল্কনীতি আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে, যা বিশ্বের অর্থনৈতিক পুনরুদ্ধারে বড় বাধা।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ। সভাপতিত্ব করেন বিস চেয়ারম্যান রাষ্ট্রদূত এএফএম গাউসুল আজম সরকার এবং স্বাগত বক্তব্য দেন বিস মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার দাবিতে ফ্রান্স-মালয়েশিয়ার জোরালো আহ্বান

গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার দাবিতে ফ্রান্স-মালয়েশিয়ার জোরালো আহ্বান