আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার এই ঘোষণার পরই এক ফেসবুক পোস্টকে সিদ্ধান্তটিকে প্রহসন হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (৮ মে) রাত ১১টা ২২ মিনিটে দেওয়া এক ফেসবুক পোস্টে নাহিদ লিখেছেন, ‘যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ নিষিদ্ধ করার প্রহসন মেনে নেয়া হবে না। আওয়ামী লীগকে সন্ত্রাসী ও ফ্যাসিস্ট সংগঠন হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে। আইসিটি আইনে দল হিসেবে বিচার করার বিধান যুক্ত করতে হবে।’
এর আগে, অপর এক ফেসবুক পোস্টে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আজ রাতের (বৃহস্পতিবার দিবাগত) মধ্যেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান।