ঢাকা , শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ , ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মদের দোকানে তাণ্ডব চালিয়ে মাতাল হয়ে বাথরুমে পড়ে রইল র‍্যাকুন ঋণের চাপে রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইনস বেচে দিচ্ছে পাকিস্তান সৌদিতে চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে কাল, আলো ছড়াবেন জোলি-ঐশ্বরিয়ারা এখনও ‘ট্রাভেল পাস’ চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা আবারও সংশোধন হচ্ছে আরপিও বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান ঝুঁকিপূর্ণ নেতৃত্বের ফয়সালা আসমান থেকে আসে: হাসনাত নতুন দুই ছানা পেল সন্তানহারা সেই মা কুকুর রাবির ৩ শিক্ষক বরখাস্ত, ২ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল তুরাগ নদী থেকে যুবকের লাশ উদ্ধার ইমরান খানের জন্য চিন্তিত ভারতীয় অভিনেত্রী মুনমুন সেন এবার ৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাজধানী, উৎপত্তিস্থল যেখানে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে: ট্রাম্প হবিগঞ্জের প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে ফেলে যাওয়া নবজাতককে সারা রাত পাহারা দিল একদল কুকুর! বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে প্রায় ৫শ ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার এভারকেয়ারের পাশে উড়বে সেনা ও বিমানবাহিনীর হেলিকপ্টার ৪ দিন পর নীলফামারী-রংপুর রুটে বাস চলাচল শুরু ২৫ বছর আগে যা ছিলাম, এখন তার চেয়েও চাঙা বলার পরই বৈঠকে এক ঘণ্টা ঘুমালেন ট্রাম্প

নিজ দেশেই নিষিদ্ধ সোনু নিগম

  • আপলোড সময় : ০৯-০৫-২০২৫ ১২:০৯:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৫ ১২:০৯:৫১ অপরাহ্ন
নিজ দেশেই নিষিদ্ধ সোনু নিগম
বেফাঁস মন্তব্য করে নিজ দেশে নিষিদ্ধ হলেন বলিউডের বিখ্যাত গায়ক সোনু নিগম। কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে গায়ককে নিষিদ্ধ করা হয়েছে।ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, গায়ককে নিষিদ্ধ করেছে কর্ণাটক ফিল্ম চেম্বার অব কমার্স। শুধু তাই নয়, তার কণ্ঠে রেকর্ড হওয়া একটি গানও কন্নড় সিনেমা ‘কুলাদাল্লি কিলিয়াভুডো’ থেকে বাদ দেয়া হয়েছে।

 
জানা গেছে, বেঙ্গালুরুর বীরনগরের একটি কলেজে গত ২৫ এপ্রিল আয়োজিত একটি সঙ্গীত অনুষ্ঠানে এক ভক্ত কন্নড় ভাষায় গান করতে অনুরোধ করেন। তখন সোনু পহেলগামের প্রসঙ্গ টেনে এনে তাকে তিরস্কার করেন। সোশ্যাল মিডিয়ায় সে মুহূর্তের দৃশ্য ভাইরাল হয়েছে।

 
ভিডিওতে দেখা যায়, এক ভক্ত সোনুকে কন্নড় ভাষায় গান গাওয়ার জন্য রীতিমতো হুমকি দিচ্ছেন। এ ঘটনায় মেজাজ হারিয়ে সোনু বলেন, ‘কন্নড়, কন্নড়, কন্নড়, সেই কারণেই পহেলগামে ওই দুর্ঘটনাটি ঘটেছে।’
 
 
এ মন্তব্য ‘কুলাদাল্লি কিলিয়াভুডো’ সিনেমার নির্মাতা কে রামনারায়ণের কানে পৌঁছালে তিনি সংবাদমাধ্যমে বলেন,  ‘কোনও সন্দেহ নেই যে সোনু নিগম একজন ভালো গায়ক। কিন্তু সম্প্রতি একটি কনসার্টে তিনি যেভাবে কন্নড় ভাষা সম্পর্কে কথা বলেছেন তাতে আমরা খুবই মর্মাহত। সোনু নিগম কন্নড়দের যে অপমান করেছেন তা আমরা সহ্য করতে পারছি না, তাই আমরা গানটি সরিয়ে ফেলেছি।’
 

 
‘কুলাদাল্লি কিলিয়াভুডো’ সিনেমায় সোনু নিগম ‘মনসু হাডতাদে’ শিরোনামে একটি গান গেয়েছিলেন। এক মাস আগে অন্তর্জালে সে গান মুক্তিও পায়, যা দর্শকমহলে বেশ জনপ্রিয়। কিন্তু সোনু নিগমের ওই মন্তব্যের পর গায়কের গাওয়া সে গান সরিয়ে নিয়ে নির্মাতারা আবারও নতুন করে গানটি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন।
 
এবার গানটিতে কণ্ঠ দেবেন গায়ক চেতন। সংবাদমাধ্যমে এ খবর নিশ্চিত করেন সিনেমাটির প্রযোজক সন্তোষ কুমার। তিনি জানান, ভবিষ্যতে সোনু নিগমের সঙ্গে আর কোনো কাজ করবেন না তিনি ও কন্নড় ইন্ডাস্ট্রি।

কমেন্ট বক্স