মুন্সিগঞ্জ সদরের লঞ্চঘাটে এক অপ্রাপ্তবয়স্ক নারী যাত্রীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় ভাইরাল হওয়া যুবক নেহাল আহমেদ জিহাদ (২৪)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ মে) দুপুরে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের একটি দল শহরের দক্ষিণ ইসলামপুর এলাকা থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, ভুক্তভোগী নারী এখনও আনুষ্ঠানিক অভিযোগ না দিলেও, পুলিশ নিজেই বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ। তিনি বলেন, “এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।”
এদিকে, ঘটনার পর অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছেন জিহাদ, তবে সামাজিক মাধ্যমে ইতোমধ্যে তার বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
প্রসঙ্গত, শুক্রবার (১০ মে) রাতে ঢাকা-লালমোহন রুটের এমভি ক্যাপ্টেন লঞ্চে যাত্রাবিরতির সময় ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। লঞ্চের কেবিন থেকে কয়েকজন নারী যাত্রীকে টেনে বের করে সবার সামনে বেপরোয়াভাবে মারধর করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত প্রায় ৫০-৬০ জন ব্যক্তি ভিডিও ধারণ করলেও কেউ এগিয়ে আসেননি বাধা দিতে। লঞ্চটির দ্বিতীয় ও তৃতীয় তলায় উঠে আরও ১৫-২০ জন যাত্রীদের ওপর হামলা চালায়।