চলমান ভারত-পাকিস্তান উত্তেজনায় উদ্বেগ প্রকাশ করে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে চীন ও যুক্তরাজ্য। পরমাণু শক্তিধর এ দুই দেশের মধ্যে বিরোধ নিরসনে চীন মধ্যস্থতার জন্য প্রস্তুত বলে জানিয়েছে, অন্যদিকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ব্রিটিশ কর্তৃপক্ষ।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান উত্তেজনা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। পরিস্থিতির শান্তিপূর্ণ নিষ্পত্তিতে উভয় পক্ষকে সংযত আচরণের আহ্বান জানাচ্ছি। প্রয়োজনে চীন এর মধ্যে গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত।”
পাকিস্তানে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার জেন ম্যারিয়ট তার এক্স অ্যাকাউন্টে লেখেন, “বর্তমানে আকাশসীমা বন্ধ রয়েছে এবং খুব স্বল্প নোটিশে আরও বিধিনিষেধ জারি বা পরিবর্তন হতে পারে। পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।”
উল্লেখ্য, সাম্প্রতিক ড্রোন হামলা ও সীমান্তে পাল্টাপাল্টি গোলাবর্ষণের ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন করে চরমে উঠেছে। আন্তর্জাতিক মহল এখন আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের আহ্বান জানাচ্ছে।