ঢাকা রেঞ্জ এলাকায় নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না—এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। রোববার (১১ মে) সকালে রাজধানীর সেগুনবাগিচায় রেঞ্জ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের কেউ তৎপরতায় জড়ালে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সব এসপিকে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি জানান, পুলিশের কিছু অপেশাদার সদস্য অতীতে জনগণের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটিয়েছিল। তবে এখন থেকে যেকোনো অপরাধে পুলিশ সদস্যদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়া হবে।
ডিআইজি রেজাউল করিম “টপ টু ডিআইজি” নামে একটি মোবাইল অ্যাপ চালুর ঘোষণা দেন, যার মাধ্যমে সাধারণ মানুষ তাদের অভিযোগ জানাতে পারবেন। পাশাপাশি তিনি জানান, থানাকে সাধারণ মানুষের আস্থার জায়গা হিসেবে গড়ে তোলার জন্য প্রত্যেক থানায় সিসিটিভি সংবলিত মনিটরিং সেন্টার চালু করা হয়েছে। তিনি নিজেও সেবাগ্রহীতাদের সঙ্গে ভিডিও কলে কথা বলবেন।
তিনি বলেন, ঘুষ, বদলি বাণিজ্য, চাঁদাবাজি—এই রেঞ্জে কোনোভাবেই বরদাশত করা হবে না। এসপি বা ওসির বিরুদ্ধেও অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে তিনি প্রধানমন্ত্রী ইউনূসের অবদানও স্মরণ করেন, যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে পুলিশের ঘুরে দাঁড়াতে সহায়তা করেছেন।
তিনি বলেন, “ঢাকা রেঞ্জ পুলিশের প্রতিটি থানা হবে জনগণের ভরসাস্থল, এবং ভুক্তভোগীদের প্রথম আশ্রয়।” সেবার মান নিশ্চিত করতে প্রতিটি অভিযোগ, জিডি, মামলা নিজে মনিটর করবেন বলেও জানান তিনি।