ঢাকা , সোমবার, ১২ মে ২০২৫ , ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মা দিবসে শাকিবের মায়ের ছবি পোস্ট করে যা বললেন বুবলী এই পরিবর্তন শুধুমাত্র আল্লাহর জন্য : লুবাবা যুদ্ধবিরতি চুক্তির পর কাশ্মির সংকটের স্থায়ী সমাধান চায় পাকিস্তান কাউন্টার অ্যাটাক ‘বুনইয়ানুম মারসুস’ এর সাফল্য উদযাপন করছে পাকিস্তান কোরবানির ঈদে লবণের কোনও সংকট হবে না: শিল্প সচিব পাকিস্তানিদের জন্য আমার হৃদয়ে ঘৃণা নেই : রণবীর সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন ধর্মশালায় আটকে থাকার পর অবশেষে বাড়ি ফিরলেন প্রীতি জামিনে মুক্তি পেলেন টাফটস বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক রুমেইসা যুদ্ধবিরতির পর মোদিকে চিঠিতে যা লিখলেন রাহুল স্বস্তির বৃষ্টিতে ভিজল রাঙ্গামাটি রাতে যেসব অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস মারা গেলেন অস্ট্রেলিয়ার মাঠে প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান বব কাউপার লঞ্চে তরুণীদের মারধরের ঘটনায় ২৫ জনের বিরুদ্ধে মামলা পাকিস্তান ক্রিকেটে ‘শাটডাউন’ বোর্ডের অনুরোধের পরও নিজের সিদ্ধান্তে অটল কোহলি রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান রেখে ট্রাইব্যুনাল অধ্যাদেশ জারি ব্রাজিলিয়ান উইঙ্গারকে বিদায় জানাতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ এলডিসি থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান ড. ইউনূসের জাপার নিবন্ধন বাতিল চেয়ে ইসিতে অভিযোগ দেবে গণঅধিকার

সীমান্তে ঘুরছে মানসিক রোগী: স্থানীয়রা বলছেন ‘তারা ভারত থেকে পুশইন’

  • আপলোড সময় : ১১-০৫-২০২৫ ০২:৩৮:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৫ ০২:৩৮:১৬ অপরাহ্ন
সীমান্তে ঘুরছে মানসিক রোগী: স্থানীয়রা বলছেন ‘তারা ভারত থেকে পুশইন’
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্ত ঘেঁষা হাট-বাজারগুলোতে মানসিক ভারসাম্যহীন অসংখ্য রোগী ঘুরে বেড়াচ্ছে, যাদের বেশিরভাগই পরিচয়হীন। স্থানীয়রা দাবি করছেন, এসব পাগল ভারতীয় নাগরিক, এবং তাদের দ্বারা রোগ-জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

সীমান্তবর্তী হাট-বাজারগুলোতে এসব মানসিক রোগী প্রায়ই ঘোরাফেরা করছে। তাদের শরীর থেকে বের হচ্ছে দুর্গন্ধ এবং পরনে পুরোনো ও ময়লা কাপড়। তেঁতুলিয়া উপজেলায় ভারতের সঙ্গে সীমান্ত সংলগ্ন বাংলাবান্ধা স্থলবন্দর রয়েছে, যেখানে এসব মানসিক রোগীদের উপস্থিতি বেশি লক্ষ্য করা যাচ্ছে। দোকান বা রাস্তার পাশে তারা বসে, দাঁড়িয়ে বা ঘুরে বেড়াচ্ছে।

স্থানীয়দের ভাষ্যমতে, বেশিরভাগ মানসিক রোগীর ভাষা এবং দৈহিক গঠন দেখে তারা ভারতীয় নাগরিক বলে মনে হয়। তাদের অনেকেই বিষয়ভিত্তিক কথা বললেও ভাষা দুর্বোধ্য। দোকান বা স্থানীয় মানুষজন তাদের খাবার সরবরাহ করছে, তবে কেউ তাদের কোনো পরিচয় জানে না।

স্থানীয়রা মনে করেন, ভারতীয় সীমান্ত বাহিনী (বিএসএফ) কৌশলে এই মানসিক রোগীদের বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। এদের দ্বারা সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

স্থলবন্দরের শ্রমিকরা বলেন, এই রোগী সংখ্যা দিন দিন বাড়ছে, এবং অন্তত আট থেকে ১০ জন অপরিচিত মানসিক রোগী প্রায়ই বাজারে দেখা যাচ্ছে। তারা এক বা দুইদিনের মধ্যে হারিয়ে যাচ্ছে, তারপর আবার নতুন মানসিক রোগী আসছে। বিশেষ করে সীপাহীপাড়া বাজার, তীরনইহাট বাজার, শালবাহান হাট এবং তেঁতুলিয়া শহর এলাকায় এই মানসিক রোগীদের উপস্থিতি বেশি।

স্থানীয় পরিবেশ কর্মীরা জানান, এসব মানসিক রোগী ভারতের নাগরিক হতে পারে এবং তারা পরিবেশ ও স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি করছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড় জেলার সভাপতি আনোয়ারুল ইসলাম খায়ের বলেন, “এটি অমানবিক এবং অস্থির পরিস্থিতি। এসব রোগী ভারতীয় হতে পারে, তবে তাদের স্বাস্থ্য ঝুঁকি আমাদের সমাজে ছড়িয়ে পড়তে পারে। সরকারকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে হবে।”

স্থানীয় ব্যবসায়ী মামুন হোসেন বলেন, “এদের অবস্থা অত্যন্ত দুঃখজনক। তবে আমাদের সবচেয়ে বড় উদ্বেগ হচ্ছে, এদের দ্বারা কোনো সংক্রামক রোগ ছড়িয়ে পড়তে পারে।”

সরকারের উদ্যোগের দাবি জানিয়ে, স্থানীয়রা মনে করছেন এসব মানসিক রোগী দ্রুত সুরক্ষিত ও পরিচয় শনাক্ত করার প্রক্রিয়ায় আনা উচিত, যাতে তাদের জন্য একটি সুস্থ পরিবেশ নিশ্চিত করা যায় এবং পরিবেশে রোগবালাই না ছড়ায়।

কমেন্ট বক্স
মা দিবসে শাকিবের মায়ের ছবি পোস্ট করে যা বললেন বুবলী

মা দিবসে শাকিবের মায়ের ছবি পোস্ট করে যা বললেন বুবলী