সামাজিক যোগাযোগমাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটর প্রিন্স মামুন ও লায়লাকে নিয়ে সম্প্রতি চলছে জোর আলোচনা ও সমালোচনা। ব্যক্তিগত সম্পর্ক এবং পরস্পরের প্রতি অভিযোগ-আবেদনের মধ্যে দিয়ে তৈরি হয়েছে নানামুখী বিতর্ক। এই পরিস্থিতিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করলেন প্রিন্স মামুন।
প্রিন্স মামুন দাবি করেন, লায়লার বয়স ৫০ বছর এবং তাদের সম্পর্ক কেবলই বন্ধুত্বের। তিনি বলেন, “আমার সঙ্গে লায়লার ৩ বছরের সম্পর্ক ছিল। এর মধ্যে আমি কখনোই তার ভোটার আইডি কার্ডটাও দেখিনি।”
মামুন আরও বলেন, “আমার জন্ম ২০০৪ সালে। বয়স দেখে ভালোবাসা হয় না। বয়স একটা নাম্বার। ভালোবাসা হয়ে যায়, মায়া হয়ে। কিন্তু সেই মায়াটা যে এমন ভয়ঙ্কর রূপ নেবে তা তো আমি জানতাম না।”
তিনি অভিযোগ করে বলেন, “ওর সঙ্গে আমার কথা হয়েছিল আমরা সারাজীবন ভালো বন্ধু থাকব। কিন্তু যখন আমি জানলাম ওর ব্যাকগ্রাউন্ড কেমন, তখন ফ্রেন্ডশিপের বাইরে আর যাওয়া সম্ভব না। আমি ব্যাক করতে গেলে ও আমাকে টাকায় আটকে রাখে, মামলা করে রেখেছে। বলেছিল মামলা তুলবে, কিন্তু তোলে না। আমি যেন পুতুলের মতোই নাচছি।”
আরও যোগ করেন, “এখন আমার দোষ হচ্ছে, আমি মেয়েবন্ধুদের সঙ্গে ঘুরলাম কেন। অথচ লায়লা নিজেই একজন অ্যাটেনশন সিকার। তার মেয়ের বয়স ৫০।”
প্রিন্স মামুন ও লায়লার সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক চর্চা চলছে। কখনো বিতর্কিত ভিডিও, কখনো পরস্পরের প্রতি অভিযোগ—সব মিলিয়ে দুজনই এখন টক অব দ্য সোশ্যাল মিডিয়া। তবে এই বিতর্কের কতটা বাস্তবতা, কতটা মনগড়া—তা নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া।