ঢাকা , রবিবার, ২৫ মে ২০২৫ , ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেছেন দ্বিতীয় পর্যায়ের নেতারা দেশে নির্বাচিত সরকার না থাকায় প্রশাসন ঠিকভাবে কাজ করতে পারছে না: রিজভী ৭৮তম কান উৎসবে সেরা সিনেমা ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’ সাবিনার শেষ দেখছেন বাটলার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক : যমুনায় বিভিন্ন দলের নেতারা ‘সৌদির কফিলকে’ বশে আনতে জিনের বাদশার খপ্পরে নারী ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ নেতা আনুষ্ঠানিকভাবে নতুন কোচের নাম ঘোষণা করল রিয়াল মাদ্রিদ সেভেন সিস্টার্সে বিশাল বিনিয়োগের ঘোষণা আম্বানির ইসরাইলে ফের ক্ষেপণাস্ত্র হামলা, বেন-গুরিয়নের ফ্লাইট স্থগিত বিএনপিকে ভিলেন বানিয়ে লাভ নেই, নির্বাচন হলে তারাই সরকার গঠন করবে: নুর পদত্যাগের অনুরোধ জানিয়ে হাসিনার পা ধরেছিলেন শেখ রেহানা ২ দিনের রিমান্ডে সাবেক মেয়র আইভী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো বিদেশে স্থায়ী সেনা মোতায়েন করল জার্মানি গাজা যুদ্ধ বন্ধের দাবিতে আবারও বিক্ষোভে উত্তাল ইসরায়েল ‘আপনার ছেলেমানুষি মানায় না’প্রধান উপদেষ্টাকে শামসুজ্জামান দুদু কলম্বিয়ায় দুর্ঘটনার কবলে বিশ্ববিদ্যালয়ের বাস, নিহত ১০ পিএসএলের ফাইনালে আজ মুখোমুখি লাহোর কালান্দার্স ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স বনে বসবাসকারীদের ১২৯ মামলা প্রত্যাহারের ঘোষণা পরিবেশ উপদেষ্টার নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে সরকারের প্রতি আহ্বান গণতন্ত্র মঞ্চের

শঙ্কা কাটছে ভারত-পাকিস্তানের হজ গমনেচ্ছুদের

  • আপলোড সময় : ১১-০৫-২০২৫ ০৪:০৩:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৫ ০৪:০৩:৩১ অপরাহ্ন
শঙ্কা কাটছে ভারত-পাকিস্তানের হজ গমনেচ্ছুদের
নিশানার সীমানা ছুঁয়ে যাওয়া উত্তেজনার জেরে কিছুদিন আগে ভারত-পাকিস্তানের মধ্যে তৈরি হয়েছিল যুদ্ধাবস্থার মতো এক টানটান পরিস্থিতি। 

২২ এপ্রিল কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই দুই দেশের মধ্যে শুরু হয় কড়া অবস্থান, যা যুদ্ধের আশঙ্কা তৈরি করে। যদিও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয় এবং যুদ্ধবিরতির মাধ্যমে দুই দেশ উত্তেজনা প্রশমনে রাজি হয়।

এই উত্তেজনার সরাসরি প্রভাব পড়ে ভারত ও পাকিস্তানের বিমান চলাচলে। যার ফলে ব্যাহত হয় চলতি বছরের হজ কার্যক্রমও। বিশেষ করে ভারতের জম্মু ও কাশ্মির ও পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের মুসলমানদের মধ্যে হজে যাওয়ার বিষয়ে তৈরি হয় অনিশ্চয়তা।

ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, চলতি বছর জম্মু ও কাশ্মির থেকে হজযাত্রার জন্য নির্বাচিত হয়েছেন ৩ হাজার ৬২২ জন। এর মধ্যে ইতিমধ্যে দিল্লি ও শ্রীনগর রুট ধরে সৌদি আরবে পৌঁছেছেন ৬৫৮ জন। তবে নিরাপত্তাজনিত কারণে ৯ থেকে ১৪ মে পর্যন্ত হজ ফ্লাইট সাময়িক বন্ধ থাকবে বলে জানিয়েছে জম্মু ও কাশ্মির হজ কমিটি। এতে উদ্বেগ ছড়িয়ে পড়ে হজযাত্রীদের মধ্যে। তবে যুদ্ধবিরতির ফলে ফ্লাইট চালু হওয়ার আশা জোরালো হয়েছে, যদিও নিষেধাজ্ঞা ১৪ মে পর্যন্ত বলবৎ থাকবে।

এদিকে, পাকিস্তানি দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউনের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির ঘোষণা আসার পর দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পুনরায় হজ কার্যক্রম শুরু করেছে। এর আগে নিরাপত্তাজনিত কারণে সাতটি হজ ফ্লাইট বাতিল করে পাকিস্তান, যার ফলে ২ হাজার ২৯০ জন হজযাত্রী চরম ভোগান্তির মুখে পড়েন।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ক্ষতিগ্রস্তদের মধ্যে ১ হাজার ১০০ জনকে ইতিমধ্যে বিশেষ ফ্লাইটে সৌদি আরবে পাঠানো হয়েছে। বাকিদেরও পর্যায়ক্রমে পাঠানোর প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত মোট ১৯ হাজার ৬৬৯ জন পাকিস্তানি হজযাত্রী সফলভাবে সৌদি আরবে পৌঁছেছেন।

এই অবস্থায় ভারত ও পাকিস্তানের ইসলাম ধর্মাবলম্বী হজযাত্রীদের জন্য পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক হলেও নিরাপত্তা পরিস্থিতির ওপর এখনও নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কমেন্ট বক্স
প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেছেন দ্বিতীয় পর্যায়ের নেতারা

প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেছেন দ্বিতীয় পর্যায়ের নেতারা