নবনির্বাচিত পোপ কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রেভস্ট-কে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১০ মে) এক বিবৃতিতে তিনি নবনির্বাচিত পোপকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পক্ষ থেকে আমি এবং আমার দেশ আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।" তিনি উল্লেখ করেন, ভ্যাটিকান সিটি ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিতে দুই দেশের সহযোগিতা আরও গভীর হবে বলে তিনি আশাবাদী।
এছাড়া, পোপ ফ্রান্সিস প্রেভস্ট-কে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান ড. ইউনূস। তিনি আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে সৌহার্দ্য ও আন্তঃধর্মীয় সংলাপ আরও জোরদার হবে।
Mytv Online