তিন দিনের তীব্র গরমের পর রাঙ্গামাটিতে ঝড়েছে স্বস্তির বৃষ্টি। রোববার (১১ মে) বেলা আড়াইটা থেকে এই বৃষ্টি শুরু হয়।সকাল থেকে সুর্যের চোখ রাঙ্গনি থাকলেও বেলা একটার দিকে আকাশে কালো মেঘ জমে। বেলা ২ টার দিকে শুরু হয় দমকা হাওয়া ও বজ্রপাত। আড়াইটার দিকে শুরু হয় মাঝারি মাত্রার বৃষ্টি। গত ৩ দিন ধরে গরমের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। এ বৃষ্টিতে গরমের তীব্রতা কমেছে, স্বস্তি এসেছে জনজীবনে।রাঙ্গামাটির কয়েকটি উপজেলাতেও বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। বৃষ্টির সঙ্গে ঝড় হাওয়া বজ্রপাত হলেও কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
শফিকুল ইসলাম বলেন, ‘আমরা খেটে খাওয়া মানুষ। গত কয়েক দিনের তীব্র গরমে জীবন অতিষ্ঠ হয়ে গেছে। তাপের কারণে কাজ করতে খুব কষ্ট হয়েছে। রাতে ঠিকমতো ঘুমাতে পর্যন্ত পারিনি। ফ্যানে বাতাসটাও গরম লাগতো। এই বৃষ্টিতে সেই গরমটা কমেছে,শান্তি পাচ্ছি।’
ভ্যাপসা গরমের পর স্বস্তির পরশ বুলিয়ে দিয়েছে জনমনে। সমাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ভিডিও পোস্ট করে জানিয়েছে প্রশান্তির কথা।
Mytv Online