কোরবানির ঈদে লবণের কোনও সংকট হবে না বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমান। রোববার (১১ মে) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় তিনি একথা বলেন।দেশে লবণের পর্যাপ্ত মজুদ আছে উল্লেখ করে তিনি বলেন, এই শিল্পের স্বার্থে লবণ নীতিমালা তৈরি করবে সরকার। এতে লবণের ন্যায্যমূল্য নির্ধারণ, চাষীদের সহজ শর্তে ঋণ দেয়ার মত বিষয়গুলো গুরুত্ব পাবে বলে আশ্বস্ত করেন তিনি।
সচিব ওবায়দুর রহমান আরও জানান, দালালদের দৌরাত্ম্য কমাতে চাষীদের ডেটাবেইজ তৈরি করবে সরকার। সেইসাথে পর্যাপ্ত মজুদ থাকায় চাষীদের ক্ষতি করে চলতি বছর লবণ আমদানি করা হবে না বলেও নিশ্চিত করেন তিনি।এ সময় আওয়ামী লীগের শেষ সময়ে মিল মালিকরা ১১ লাখ মেট্রিক টন লবণ আমদানি করেছিল বলে উল্লেখ করেন শিল্প সচিব।