হোয়াইট হাউস ও কাতারের রাজপরিবারের মধ্যে বিলাসবহুল বোয়িং ৭৪৭-৮ জেট বিমানের সম্ভাব্য হস্তান্তর নিয়ে আলোচনা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, কাতার এই বিমান 'উপহার' হিসেবে দিচ্ছে। তবে বিষয়টি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে, কারণ কাতার পক্ষ থেকে জানানো হয়েছে, এটি ‘সাময়িক ব্যবহারের’ জন্য দেওয়া হতে পারে।রবিবার (১১ মে) ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ পোস্ট করে বলেন, “৪০ বছরের পুরোনো এয়ার ফোর্স ওয়ানের পরিবর্তে, সম্পূর্ণ বিনামূল্যে, তারা (কাতার) আমাদের প্রতিরক্ষা বিভাগকে একটি ৭৪৭ বিমান উপহার দিচ্ছে। এটা দেখেই ডেমোক্র্যাটরা বিরক্ত।”
তবে কাতারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, এটি উপহার নয় বরং সাময়িক ব্যবহারের জন্য আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত কাতারের এক মুখপাত্র বলেন, “বিষয়টি এখনো কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও মার্কিন প্রতিরক্ষা দপ্তরের আইনি বিভাগে পর্যালোচনার পর্যায়ে রয়েছে। এখনো কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।”বিশেষজ্ঞদের মতে, বিদেশি রাষ্ট্রপ্রধানের কাছ থেকে এমন উপহার আইনি ও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ হতে পারে, কারণ যুক্তরাষ্ট্রে এ ধরনের উপহার গ্রহণে কঠোর আইন রয়েছে।হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, “বিদেশি সরকার থেকে যে কোনো উপহার সম্পূর্ণ আইন মেনে গ্রহণ করা হয়। ট্রাম্প প্রশাসন স্বচ্ছতার প্রতি অঙ্গীকারবদ্ধ।”
সিবিএস নিউজ জানিয়েছে, ট্রাম্পের মেয়াদ শেষে এই বিমানটি তার প্রেসিডেনশিয়াল লাইব্রেরিতে দান করা হতে পারে। সাধারণত এয়ার ফোর্স ওয়ান পরবর্তী প্রশাসনের জন্য সংরক্ষিত থাকে। এখন পর্যন্ত শুধু রোনাল্ড রেগানের লাইব্রেরিতে একটি পুরনো এয়ার ফোর্স ওয়ান রাখা হয়েছে।ট্রাম্পের প্রথম মেয়াদে কাতারের সঙ্গে তার সম্পর্ক ছিল ইতিবাচক। ২০১৯ সালে কাতার বড় পরিসরে মার্কিন বিমান কেনার ঘোষণা দিয়েছিল।
বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের বহনকারী বোয়িং ৭৪৭-২০০বি মডেলের দুটি বিমান ১৯৯০-৯১ সাল থেকে ব্যবহার হচ্ছে। যদিও বোয়িং নতুন দুটি ৭৪৭-৮ মডেল তৈরির চুক্তি পেয়েছে, তবে সময়মতো বিমান সরবরাহ করতে পারছে না বলে অভিযোগ করেছেন ট্রাম্প।বোয়িং-এর পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এয়ার ফোর্স ওয়ান বিমান দুটি ২০২৭ বা ২০২৮ সালের আগে প্রস্তুত হওয়ার সম্ভাবনা নেই।