ফুটবলের মূল মঞ্চে সময়টা ভালো না কাটলেও সেলেসাওদের জন্য সুখবর এসেছে বিচ ফুটবল থেকে। সেশেলসে অনুষ্ঠিত ফিফা বিচ সকার বিশ্বকাপ ২০২৫-এর ফাইনালে বেলারুশকে ৪-৩ গোলে হারিয়ে সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল।
রোববার (১১ মে) অনুষ্ঠিত মেগা ফাইনাল ছিল টানটান উত্তেজনায় ভরপুর। গোল-মিস-ম্যাজিক—সব কিছুতেই জমজমাট ছিল ম্যাচটি। শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানে শিরোপা ছিনিয়ে নেয় ব্রাজিল। এই নিয়ে বিচ ফুটবলে সর্বোচ্চ সাতবার বিশ্ব চ্যাম্পিয়ন হলো তারা। ফিফার দুই সংস্করণেই সবচেয়ে বেশি শিরোপার মালিক এখন ব্রাজিলই।
ফাইনালে পৌঁছানোর পথটিও ছিল দুর্দান্ত। গ্রুপ পর্বে ব্রাজিল হারায় সালভাদোর, ইতালি, ওমান এবং স্পেনকে। বিশেষ করে ওমানের বিপক্ষে তারা এক ম্যাচেই করে ১১ গোল, যা এবারের আসরের সর্বোচ্চ।
এরপর কোয়ার্টার ফাইনালে শক্তিশালী স্পেনকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় সেলেসাওরা। সেমিতে পর্তুগালকে ৪-২ ব্যবধানে হারায় তারা।
এদিকে, ফুটবলের মূল মঞ্চে বেশ কিছুটা ছন্দহীন সময় পার করছে ব্রাজিল। নেইমার, রাফিনহাদের নিয়ে বড় পরিবর্তনের পথে হাঁটছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (CBF)। নতুন কোচ আনার পরিকল্পনা চলছে, লক্ষ্য ২০২৬ বিশ্বকাপ। ‘মিশন হেক্সা’ সফল করতে মূল দলের জন্য নতুন কৌশল সাজানো হচ্ছে।
Mytv Online