নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (১২ মে) নারায়ণগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক শামসুর রহমান এই আদেশ দেন।
দুপুরে আদালতে আইভীর আইনজীবীরা জামিন এবং ডিভিশনের আবেদন করেন। দুই পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে দেন। তবে ডিভিশনের বিষয়ে আদালত নীতিগতভাবে একমত পোষণ করেন এবং সংশ্লিষ্ট জেল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
আইভীর পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, “তিনি প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন সাবেক মেয়র। আমরা তাকে ডিভিশন দেওয়ার আবেদন করেছি, আদালত তা বিবেচনায় নিয়েছেন।”
এদিকে সুপ্রিম কোর্টের আইনজীবী সিদ্দিকুর রহমান মামলাগুলোর বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “আইভী কখনও কোনো বৈষম্যবিরোধী আন্দোলনে মাঠে নামেননি। তার বিরুদ্ধে সব মামলাই মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। কেবল একটি মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছে, বাকি মামলাগুলোতে কাস্টডি না থাকায় জামিন প্রক্রিয়ায় জটিলতা তৈরি হচ্ছে।”
সেলিনা হায়াৎ আইভীর গ্রেপ্তার এবং জামিন বাতিলকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।