জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের প্রথম ঝলক অবশেষে আসছে। মঙ্গলবার (১৩ মে) সামাজিক মাধ্যমে এ ঘোষণা দেন নাটকের পরিচালক কাজল আরেফিন অমি।
এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, “আগামীকাল (১৪ মে) বিকেল ৫টায় আসছে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এর ফার্স্ট লুক।”
ব্যাচেলর পয়েন্টের আগের চারটি সিজন দর্শকমহলে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। সর্বশেষ সিজন-৪ প্রচারিত হয়েছিল ২০২২ সালের শেষ দিকে। এরপর থেকেই ভক্তদের মধ্যে ছিল অপেক্ষা— কবে ফিরবে প্রিয় চরিত্ররা?
সামাজিক মাধ্যমে ভক্তদের প্রতিদিনের মন্তব্যে ঘুরে ফিরে এসেছে একটিই প্রশ্ন— “নতুন সিজন কবে?” অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। ফিরছে প্রিয় চরিত্রগুলো, ফিরছে ‘ব্যাচেলর পয়েন্ট’।