ঢাকা , বুধবার, ১৪ মে ২০২৫ , ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুশ ইন বন্ধে ভারতকে চিঠি মাসে ১০ কোটির ওপরে বেতন পাবেন ব্রাজিলের নতুন কোচ আনচেলত্তি রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা উচ্ছেদ অভিযান শাশ্বত জানালেন বাংলাদেশের প্রথম অভিজ্ঞতা জুনে আইএমএফের ঋণ পাচ্ছে বাংলাদেশ পাঁচ হাজার রোহিঙ্গার জন্য কী উপহার পাঠালো চীন? ঢাকায় জাতীয় সংগীতে বাধা দেয়ায় চবি শিক্ষার্থীদের প্রতিবাদ প্রশংসার কয়েক ঘণ্টা পরই ইরানের ওপর ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা শুটিংসেটে আহত হয়ে ঢাকা ফিরেছেন তটিনী কমলো বিমানের তেলের দাম বিপিএলে প্লে অফে বাদ পড়া রংপুর খেলবে গ্লোবাল সুপার লিগে সিঙ্গাপুর থেকে ৫৮৪ কোটি টাকায় আনা হবে এক কার্গো এলএনজি রমনা বটমূলে বোমা হামলা মামলায় ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর কারাদণ্ড সৌদি পৌঁছালেন ট্রাম্প, ক্রাউন প্রিন্স সালমানের সাথে বৈঠক শুরু বিমান বাহিনীর সদস্যদের উজ্জীবিত করতে আদমপুর ঘাঁটিতে মোদি জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবি জুলাই ঐক্যের ব্যাচেলর পয়েন্টের সিজন ৫ আসছে সেনা নিহতের সংখ্যা জানিয়ে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের স্কুলে মিয়ানমার জান্তার বিমান হামলা নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিলের পরবর্তী শুনানি আগামীকাল

পাঁচ হাজার রোহিঙ্গার জন্য কী উপহার পাঠালো চীন?

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৫ ০৫:২৭:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৫ ০৫:২৭:১৫ অপরাহ্ন
পাঁচ হাজার রোহিঙ্গার জন্য কী উপহার পাঠালো চীন?
কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেওয়া ৫ হাজার রোহিঙ্গার জন্য উপহার সামগ্রী পাঠিয়েছে চীন সরকার। সেইসঙ্গে রোহিঙ্গাদের স্বেচ্ছায় প্রত্যাবাসনে সর্বোচ্চ সক্ষমতা অনুযায়ী ভূমিকা রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে দেশটি।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে কক্সবাজারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে উপহার সামগ্রী হস্তান্তর করা হয়। চীন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিউ ইউয়িন রেড ক্রিসেন্টের পরিচালক মিজানুর রহমানের হাতে উপহার তুলে দেন।

অনুষ্ঠানে লিউ ইউয়িন বলেন, “চীন এখনও বাংলাদেশের পাশে রয়েছে এবং মানবিক সহায়তা প্রদান ও অংশীদারদের সঙ্গে সহযোগিতায় প্রস্তুত। রোহিঙ্গা জনগণের কল্যাণে প্রয়োজনীয় সহায়তা দিতে এবং তাদের প্রত্যাবাসনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও বলেন, “গত ৫০ বছরে বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব অটুট থেকেছে। আন্তর্জাতিক বা আঞ্চলিক প্রেক্ষাপট যেভাবেই বদলাক না কেন, আমাদের সম্পর্ক সব সময়ই স্থিতিশীল ও সহমর্মিতাপূর্ণ থেকেছে।”

এই উদ্যোগে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “আপনাদের শ্রম ও নিষ্ঠা মানবতাবাদ ও নিঃস্বার্থ চেতনার প্রতিফলন।”

রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী, উপহার সামগ্রীর মধ্যে রয়েছে সেলাই মেশিন, চেয়ার, লুঙ্গি, পাঞ্জাবি, সেন্ডেল, থামি, থ্রি পিস, ওড়নাসহ নানা ধরনের পোশাক। এসব সামগ্রী ৫০০ পুরুষ, ৫০০ নারী এবং ৪ হাজার শিশুর মধ্যে বিতরণ করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট কক্সবাজার অঞ্চলের পরিচালক আকরাম আলী খান, প্রোগ্রাম ম্যানেজার কেরামত আলী, চায়না অ্যাম্বাসি ও রেড ক্রিসেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কমেন্ট বক্স