ওটিটি প্ল্যাটফর্মের দর্শকদের কাছে পরিচিত নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী, যিনি ‘তাকদীর’ ও ‘কারাগার’-এর মতো জনপ্রিয় সিরিজ উপহার দিয়েছেন। এবার তিনি ফিরছেন নতুন সিরিজ ‘গুলমোহর’ নিয়ে, যা ইতোমধ্যে কাস্টিংয়ের জন্য আলোচনায় এসেছে। কারণ, এতে অভিনয় করছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়।
চরকি’র সৌজন্যে আয়োজিত এক অনলাইন আড্ডায় শাশ্বত তুলে ধরেন বাংলাদেশে প্রথম আগমনের অভিজ্ঞতা। জানান, আকাশপথে বহুবার বাংলাদেশের ওপর দিয়ে গেছেন, কিন্তু সরাসরি আসা হয়নি। এবার প্রথমবার এসেই আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন।
শাশ্বত বলেন, “এয়ারপোর্টে দুই কর্মকর্তা জিজ্ঞেস করলেন, কেন এসেছি। বললাম, শ্যুটিংয়ের জন্য। তখন তারা বললেন, বাংলাদেশে ঢুকতে দেবো না—চা না খেলে ঢুকতে দেবো না! এরপর চা খাইয়ে দিল। এমন মজার আতিথেয়তা আমার অভিজ্ঞতায় প্রথম।”
তিনি আরও বলেন, “এক সময় কলকাতায় অ্যান্টেনায় বুস্টার লাগিয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দেখা যেত। তখন থেকেই বাংলাদেশের টিভি নাটকের সঙ্গে পরিচয়। খুবই ভালো নাটক হতো, এখনো মনে আছে।”
জানা গেছে, ‘গুলমোহর’ সিরিজের গল্প শোনার পরই রাজি হয়ে যান শাশ্বত। এটি হবে বাংলাদেশের কোনো কনটেন্টে তার প্রথম কাজ।