বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক পদের দায়িত্ব পেয়েছেন এবিএম রওশন কবীর।বুধবার (৭ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এবিএম রওশন কবীর গত ৬ মে বর্তমান কর্মস্থলে যোগদান করেন। তিনি এ বিভাগের পূর্ব মহাব্যবস্থাপক জনসংযোগ বোসরা ইসলামের পদে স্থলাভিষিক্ত হন। এর আগে তিনি প্রশাসন ও মানবসম্পদ বিভাগে মহাব্যবস্থাপক পদের দায়িত্ব পালন করেন।