বৃহস্পতিবার (১৫ মে) দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, অনুসন্ধান কর্মকর্তা তাদের নামে নোটিশ ইস্যু করেছেন।
- ২০ মে: হাজির হওয়ার কথা তুহিন ফারাবী ও ডা. মাহমুদুল হাসানের
- ২১ মে: গাজী সালাউদ্দিন আহমেদ তানভীর
- ২২ মে: মোয়াজ্জেম হোসেন
তাদের বিরুদ্ধে কেনাকাটা, বদলি ও কমিশন বাণিজ্যসহ নানা দুর্নীতির অভিযোগ রয়েছে।
সূত্র জানায়, গত ২৭ এপ্রিল যুব অধিকার পরিষদ একটি স্মারকলিপি দিয়ে উপদেষ্টাদের এপিএস ও ব্যক্তিগত কর্মকর্তাদের দুর্নীতির তদন্ত দাবি করে। একই বিষয়ে হাইকোর্টের দুই আইনজীবীও দুদকে লিখিত অভিযোগ দেন। এতে স্বাস্থ্য উপদেষ্টার পিও মাহমুদুল হাসান এবং তুহিন ফারাবীর নামও উঠে আসে।
এই অভিযোগ ওঠার পরপরই পদত্যাগ করেন মোয়াজ্জেম হোসেন (২২ এপ্রিল), এবং অব্যাহতি দেওয়া হয় তুহিন ফারাবীকে। একইভাবে, এনসিপি নেতা গাজী সালাউদ্দিনকে সাময়িক অব্যাহতি দেয় দলটি। তার বিরুদ্ধে এনসিটিবির পাঠ্যবই ছাপার কাজে কমিশন বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
Mytv Online