ঢাকা , বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ , ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘নাস্তা-লাঞ্চের’ পর ডিনার নিয়ে আসছেন বান্নাহ মুক্তি পেল শাওকীর ‘গুলমোহর’ বাংলাদেশ-জাপান বৈঠকে ড. ইউনূসের সফর নিয়ে আলোচনা ইন্দোনেশিয়ার পাপুয়ায় সেনা অভিযানে ১৮ বিচ্ছিন্নতাবাদী নিহত এবার প্রধান বিচারপতির বাসভবনের সামনে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি শাহবাজ শরিফের সঙ্গে আলোচনায় সম্মত ইমরান খান মিশা সওদাগরের ভাইরাল ভিডিওটি ‘ভুয়া’ ছেলেদের সঙ্গে ফোনালাপের অনুমতি পেলেন ইমরান খান মালয়েশিয়ায় শ্রমবাজার নিয়ে সুখবর দিলেন আসিফ নজরুল দিল্লিতে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ পিছিয়ে গেলো উপদেষ্টার এপিএস, এনসিপির সাবেক নেতাসহ ৩ জনকে দুদকে তলব বিমানের জনসংযোগ বিভাগের নতুন জিএম রওশন কবীর জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের কল্যাণে আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন লা লিগায় অভিষেক মৌসুমে মেসি-রোনালদোর চেয়েও এগিয়ে এমবাপ্পে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা করলো আইসিসি শ্রমবাজার খুলতে চার শর্ত দিলো মালয়েশিয়া যুদ্ধ বিরতির পর তৃতীয় বারের মতো পাক-ভারত সামরিক পর্যায়ে আলোচনা দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ‘শাটডাউন’ ঘোষণা মানুষের অধিকার হরণে দায়ী সাংবাদিকদের ক্ষমা চাইতে হবে: প্রেস সচিব ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে: রিজভী

ইন্দোনেশিয়ার পাপুয়ায় সেনা অভিযানে ১৮ বিচ্ছিন্নতাবাদী নিহত

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ০৭:০৭:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ০৭:০৭:০৭ অপরাহ্ন
ইন্দোনেশিয়ার পাপুয়ায় সেনা অভিযানে ১৮ বিচ্ছিন্নতাবাদী নিহত
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশে অভিযান চালিয়ে অন্তত ১৮ বিদ্রোহীকে হত্যা করেছে দেশটির সামরিক বাহিনী। এসময় গোলাগুলির মধ্যে পড়ে নিহত হয়েছেন আরও তিন বেসামরিক নাগরিক। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সরকার।

বুধবার চালানো ওই অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয় বলে জানিয়েছেন সেনাবাহিনীর মুখপাত্র ক্রিস্টোমেই সিয়ানতুরি। তার ভাষ্য, অভিযানে ব্যবহার করা হয়েছিল অ্যাসল্ট রাইফেল, তীর-ধনুক এবং দেশীয় অস্ত্র। তবে সেনাবাহিনীর কেউ হতাহত হয়নি।

ঘটনার পর পাপুয়ার খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটি সংগঠন জানিয়েছে, স্থানীয় গির্জা সূত্রে তারা নিশ্চিত হয়েছে, বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে তিনজন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। প্রায় এক হাজার মানুষকে ওই এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে।

সংগঠনটির পাপুয়া শাখার প্রধান রোনাল্ড রিচার্ড বলেন, রাতের বেলায় যখন গ্রামবাসী ঘুমাচ্ছিলেন, তখন এই অভিযান চালানো হয়। এতে এক শিশুর কানে গুলির আঘাত লাগে বলেও জানান তিনি। তবে কোন পক্ষের গুলিতে শিশু আহত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তিনি এ ঘটনায় একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, খনিজসম্পদে সমৃদ্ধ পাপুয়া অঞ্চলটি ১৯৬৯ সালে জাতিসংঘের তত্ত্বাবধানে এক বিতর্কিত গণভোটের মাধ্যমে ইন্দোনেশিয়ার নিয়ন্ত্রণে আসে। অনেকে ওই গণভোটকে অবৈধ বলে মনে করেন। দীর্ঘদিন ধরেই স্বাধীনতার দাবিতে লড়ছে সেখানে সক্রিয় বিদ্রোহী গোষ্ঠীগুলো।

বিদ্রোহীরা অতীতেও একাধিক বিদেশিকে জিম্মি করেছে। ১৯৯৬ সালে ২৬ জন বন্যপ্রাণী গবেষক এবং সম্প্রতি ১৯ মাস জিম্মি রাখার পর এক নিউজিল্যান্ডের পাইলটকে মুক্তি দেয় তারা।

সাম্প্রতিক এক ঘটনায় বিদ্রোহীরা দাবি করেছে, তারা স্বর্ণ খনির শ্রমিক সেজে আসা ইন্দোনেশিয়ার সেনা সদস্যদের গুলি করে হত্যা করেছে। নিহতের সংখ্যা অন্তত ১৭ জন।

কমেন্ট বক্স