‘তাকদীর’ ও ‘কারাগার’ দিয়ে ওটিটি দর্শকের হৃদয় জয় করেছিলেন নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। সেই দুটি সিরিজের পর তিন বছর অপেক্ষায় ছিলেন দর্শক—এই নির্মাতা আবার কবে ফিরবেন নতুন কোনো গল্প নিয়ে? অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে শাওকী হাজির হলেন তার তৃতীয় ওয়েব সিরিজ ‘গুলমোহর’ নিয়ে।
বৃহস্পতিবার (১৫ মে) চরকি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে সিরিজটির প্রথম সিজন। আট পর্বের এই সিজনে তুলে ধরা হয়েছে এক পারিবারিক গল্প, যার গভীরে রয়েছে উত্তরাধিকার, দ্বন্দ্ব, অপহরণ, রাজনীতি এবং রহস্য।
গত ৮ মে রাতে মুক্তি পায় ‘গুলমোহর’ এর ট্রেলার। ১ মিনিট ৫২ সেকেন্ডের ট্রেলারটি দেখে দর্শক ইতোমধ্যেই বুঝে নিয়েছেন—এটি শুধু একটি বাড়িকে কেন্দ্র করে পারিবারিক টানাপোড়েনের গল্প নয়, বরং এতে রয়েছে রহস্যের ঘনঘটা ও নাটকীয় মোড়।
সিরিজটির গল্প, সংলাপ ও চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন সৈয়দ আহমেদ শাওকী ও মারুফ প্রতীক। অভিনয়ে রয়েছেন শক্তিশালী এক তারকা দল। রয়েছেন সারা যাকের, ইন্তেখাব দিনার, মোস্তাফিজুর নূর ইমরান, সুষমা সরকার, মীর নওফেল আশরাফী জিসান, সারিকা সাবাহ, তৌফিকুল ইসলাম ইমন ও মোস্তফা মনওয়ার।
তবে সবচেয়ে বড় চমক হচ্ছে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা শাশ্বত চ্যাটার্জি। প্রথমবারের মতো বাংলাদেশের কোনো প্রজেক্টে অভিনয় করলেন তিনি। তার উপস্থিতি সিরিজটিকে আন্তর্জাতিক মাত্রায় গুরুত্ব দিচ্ছে।
‘গুলমোহর’-এর মাধ্যমে শাওকী আবারও প্রমাণ করলেন, তিনি গল্প বলার নতুন ঘরানা গড়ে তুলেছেন, যেখানে রহস্য, আবেগ এবং সমাজ বাস্তবতা একসঙ্গে মিলেমিশে যায়।