স্লোভেনিয়ায় চুরি হয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের একটি ব্রোঞ্জের ভাস্কর্য। দেশটির রাজধানী লুবলিয়ানা থেকে ৬০ মাইল পূর্বে মেলানিয়ার জন্মস্থান সেভনিকায় স্থাপন করা হয়েছিলো ভাস্কর্যটি।
শিল্পী ব্র্যাড ডাউনি জানান, গত মঙ্গলবার কেউ বা কারা মূর্তিটি গোড়ালির অংশ থেকে কেটে নিয়ে যায়। এর আগে ২০২০ সালে ওই একই স্থানে কাঠ দিয়ে তৈরি মেলানিয়ার একটি ভাস্কর্য বসানো হয়েছিল, যা অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে শিল্পী নিজ উদ্যোগে সেটির ব্রোঞ্জ সংস্করণ নির্মাণ করেন।
ঘটনাটির তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। তবে এখনো কাউকে চিহ্নিত করা যায়নি।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী হওয়ায় এক সময় স্লোভেনিয়ার মানুষ আশা করেছিলেন, মেলানিয়া জন্মভূমি সেভনিকায় ফিরে আসবেন। কিন্তু তিনি কখনোই সেখানে যাননি। স্থানীয়ভাবে মেলানিয়ার নাম ব্যবহার করে কেক, চকলেটসহ নানা পণ্যের নামকরণ করা হয়েছে।