গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী ইসলামি সশস্ত্র গোষ্ঠী হামাসকে কাতার ত্যাগ করার নির্দেশ দিয়েছে দেশটির সরকার।
কাতারের একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অনুরোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, কারণ হামাস যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেয়নি এবং অবশিষ্ট জিম্মিদের মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়েছে।
৭ অক্টোবর ইসরায়েলে হামলার ঘটনায় নিহত ও জিম্মি হওয়া ব্যক্তিদের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকও রয়েছে। এই ঘটনার পর ওয়াশিংটন কাতার সরকারকে অনুরোধ জানায়, যাতে হামাস নেতাদের দোহা ছাড়ার নোটিশ দেওয়া হয়।
হামাস, ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত এই সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠীটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে এবং ইসরায়েলের অস্তিত্ব মেনে নেয় না। ২০০৬ সালে নির্বাচনে জিতে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে হামাস গাজায় ক্ষমতায় আছে, তবে এর শীর্ষ নেতারা কাতারে অবস্থান করছেন। ২০১২ সাল থেকে কাতারই তাদের রাজনৈতিক দপ্তর হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এবং আর্থিক সহায়তাও দিয়ে আসছে।
কাতার ও হামাসের সম্পর্কে শীতলতা দেখা দিয়েছে, বিশেষ করে হামাসের অনমনীয় মনোভাবের কারণে। কাতার দীর্ঘদিন ধরে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করলেও বর্তমানে এই সংকটের সমাধানে তাদের প্রচেষ্টা ফলপ্রসূ হচ্ছে না বলে কর্মকর্তারা উল্লেখ করেছেন।