নিজ বাড়িতে অগ্নি দুর্ঘটনার কবলে পড়ে শরীরের বিভিন্ন জায়গা পুড়ে গুরুতর আহত হয়েছেন ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা সাবেক ডিফেন্ডার লুসিও। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে লুসিওর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন তার স্ত্রী মারিলিয়া ফার্গিয়ারিনি। স্থানীয় সময় শুক্রবার বায়োইথানল চালিত একটি জৈবিক চিমনি বিস্ফোরণের পর ওই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই লুসিওর শরীরে আগুন ধরে যায়। অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে। বেশ কিছু সময় অচেতন ছিলেন তিনি।
হাসপাতাল সূত্র জানিয়েছে, লুসিওর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তিনি জ্ঞান ফিরে পেয়েছেন। তার দগ্ধ অংশগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
২০২০ সালে ফুটবল থেকে অবসর নেওয়া লুসিও ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতেন। ক্লাব ক্যারিয়ারে তিনি খেলেছেন বেয়ার লেভারকুসেন, বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান এবং জুভেন্টাসের মতো বড় ক্লাবে। ইন্টার মিলানে থাকাকালীন সময়ে তিনি সিরি আ, কোপা ইতালিয়া, চ্যাম্পিয়নস লিগ, সুপারকোপা ইতালিয়া ও ক্লাব বিশ্বকাপ জেতেন। বায়ার্নের হয়ে জিতেছেন তিনটি বুন্দেসলিগা শিরোপা।