ঢাকা , বুধবার, ০২ জুলাই ২০২৫ , ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রডব্যান্ড ইন্টারনেট মিলবে সর্বনিম্ন ৫০০ টাকায়, ঘোষণা আইএসপিএবি’র গতকাল এসেছে বাপ্পার ‘আগামীকাল’ ফেব্রুয়ারি থেকে এপ্রিল লক্ষ্য রেখে নির্বাচনের প্রস্তুতি চলছে: সিইসি ১৯ বছর পর চালু হচ্ছে বিসিবির অ্যাওয়ার্ড নাইট ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ইতালিতে নিহত ২ যুক্তরাষ্ট্র সফরে যাদের সঙ্গে সাক্ষাৎ করবেন নেতানিয়াহু সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ১ ‘আমার নামে বদনাম করলে, আমার সব পাপ আপনার ঘাড়ে চলে যাবে’ যে কারণে পোল্যান্ডে এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন করবে নরওয়ে সাজা মওকুফ করে ৫৬ বন্দিকে মুক্তি দিল সরকার ‘ইরানিরা কখনোই বিদেশি হস্তক্ষেপ মেনে নেবে না’ ফোনালাপ বিতর্কে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত ইসরায়েলের কাছে নতুনভাবে ৫১০ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের ‘পুলিশের চরিত্রে অভিনয়ের জন্য দর্শক আরও মনে রেখেছে’ শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতির আবেদন জানাবেন আইনজীবী সরকারি ভর্তুকি প্রত্যাহার করা হবে, মাস্ককে সতর্কবার্তা ট্রাম্পের গাজায় যুদ্ধ বন্ধ চান ট্রাম্প, জানাল হোয়াইট হাউজ ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত অন্তত ৩৪ মহানবী (সা.) ও মুসা (আ.)-কে নিয়ে ব্যাঙ্গাত্মক চিত্র আঁকায় তুরস্কে চার কার্টুনিস্ট গ্রেফতার আগামী নির্বাচন সুষ্ঠু না হলে কঠিন পরিস্থিতিতে পড়বে দেশ: তাহের

শেহবাজের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছে পিটিআই

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ০৬:১০:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ০৬:১০:৩৫ অপরাহ্ন
শেহবাজের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছে পিটিআই
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) স্পিকার সরদার আয়াজ সাদিকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছে দেশটির প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। সোমবার (১৯ মে) জিও টিভির এক প্রতিবেদনে দলটির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, ২০২২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে তাকে ক্ষমতাচ্যুত করেছিলেন শেহবাজ শরিফ। সেই ঘটনার তিন বছর পর এবার উল্টো পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন শেহবাজ নিজেই।

বর্তমানে শতাধিক মামলার আসামি হিসেবে পাঞ্জাবের আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন ইমরান খান। তবে কারাগার থেকেই তিনি নিয়মিতভাবে দলের নেতাকর্মী ও পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছেন, যা আদালত অনুমোদিত।

পিটিআই সূত্রে জানা গেছে, সম্প্রতি কারাগারে দলের আইনজীবী, শীর্ষ নেতাকর্মী ও বোনদের সঙ্গে বৈঠকে বসেন ইমরান খান। সেখানে তিনি প্রধানমন্ত্রী ও স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এছাড়াও, খাইবার পাখতুনখোয়া ভিত্তিক দল মিল্লি আওয়ামী পার্টির নেতা মাহমুদ খান আচাকজাই সম্প্রতি স্পিকারের পদত্যাগ দাবি করেছেন। ইমরান খান বৈঠকে এ বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দেন। একই সঙ্গে বিরোধী মনোভাবাপন্ন সব রাজনৈতিক দলের সঙ্গে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।

ইমরান খান আরও বলেন, "সরকারকে সংসদের ভেতর ও বাইরে সারাক্ষণ চ্যালেঞ্জের মুখে রাখতে হবে।"

এ বিষয়ে জানতে চাইলে পিটিআইয়ের কেন্দ্রীয় কমিটির নেতা ও জাতীয় পরিষদের সাবেক স্পিকার আসাদ কায়সার জিও নিউজকে বলেন, “অনাস্থা প্রস্তাব আনার বিষয়টি এখনো আমাদের বিবেচনায় রয়েছে। তবে ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে আমরা আপাতত অপেক্ষা করছি। এখনই পদক্ষেপ নিলে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে যে, আমরা সংকটের সুযোগ নিচ্ছি।”

কমেন্ট বক্স
ব্রডব্যান্ড ইন্টারনেট মিলবে সর্বনিম্ন ৫০০ টাকায়, ঘোষণা আইএসপিএবি’র

ব্রডব্যান্ড ইন্টারনেট মিলবে সর্বনিম্ন ৫০০ টাকায়, ঘোষণা আইএসপিএবি’র