ঢাকা , সোমবার, ১৬ জুন ২০২৫ , ২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘সাকিব আমাকে দেখে মুখ ফিরিয়ে নেবে না, আমিও না’ গোলযোগের করণে এবার মাঝ আকাশ থেকে ফিরলো এয়ার ইন্ডিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে যেসব দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ অর্থপাচারের অভিযোগে দুদকের জালে স্বামীসহ সাবেক হাইকমিশনার মুনা মির্জা ফখরুলের সাথে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চারের এক-তৃতীয়াংশ ‘ধ্বংস’ করার দাবি ইসরায়েলের সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা শেখ হাসিনা-কামালকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানের হামলায় পাগলপ্রায় ইসরায়েলিরা, নিচ্ছেন মানসিক স্বাস্থ্যসেবা ভুটানের ট্রাকে বাংলাদেশে পণ্য সরবরাহ, বিক্ষোভ ভারতীয় ট্রাক মালিক-চালকদের মে মাসে বিজিবির অভিযানে ১৩৩ কোটি টাকার চোরাচালান জব্দ ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনও ইচ্ছা নেই : পেজেশকিয়ান চট্টগ্রামের ড্রোন নির্মাতা আশির উদ্দিনের পাশে ‘আমরা বিএনপি পরিবার’ দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার ইরানে হামলার আগে গোপনে ইসরায়েলে ৩০০ হেলফায়ার ক্ষেপণাস্ত্র পাঠায় যুক্তরাষ্ট্র সাত অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস প্রথমবার টেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা চোখের বদলে চোখ, তেহরানবাসীর ক্ষোভ ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই: শিক্ষা উপদেষ্টা ক্ষমতায় গেলে ড. ইউনূসকে পাশে চাইবে বিএনপি

শেহবাজের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছে পিটিআই

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ০৬:১০:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ০৬:১০:৩৫ অপরাহ্ন
শেহবাজের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছে পিটিআই
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) স্পিকার সরদার আয়াজ সাদিকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছে দেশটির প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। সোমবার (১৯ মে) জিও টিভির এক প্রতিবেদনে দলটির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, ২০২২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে তাকে ক্ষমতাচ্যুত করেছিলেন শেহবাজ শরিফ। সেই ঘটনার তিন বছর পর এবার উল্টো পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন শেহবাজ নিজেই।

বর্তমানে শতাধিক মামলার আসামি হিসেবে পাঞ্জাবের আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন ইমরান খান। তবে কারাগার থেকেই তিনি নিয়মিতভাবে দলের নেতাকর্মী ও পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছেন, যা আদালত অনুমোদিত।

পিটিআই সূত্রে জানা গেছে, সম্প্রতি কারাগারে দলের আইনজীবী, শীর্ষ নেতাকর্মী ও বোনদের সঙ্গে বৈঠকে বসেন ইমরান খান। সেখানে তিনি প্রধানমন্ত্রী ও স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এছাড়াও, খাইবার পাখতুনখোয়া ভিত্তিক দল মিল্লি আওয়ামী পার্টির নেতা মাহমুদ খান আচাকজাই সম্প্রতি স্পিকারের পদত্যাগ দাবি করেছেন। ইমরান খান বৈঠকে এ বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দেন। একই সঙ্গে বিরোধী মনোভাবাপন্ন সব রাজনৈতিক দলের সঙ্গে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।

ইমরান খান আরও বলেন, "সরকারকে সংসদের ভেতর ও বাইরে সারাক্ষণ চ্যালেঞ্জের মুখে রাখতে হবে।"

এ বিষয়ে জানতে চাইলে পিটিআইয়ের কেন্দ্রীয় কমিটির নেতা ও জাতীয় পরিষদের সাবেক স্পিকার আসাদ কায়সার জিও নিউজকে বলেন, “অনাস্থা প্রস্তাব আনার বিষয়টি এখনো আমাদের বিবেচনায় রয়েছে। তবে ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে আমরা আপাতত অপেক্ষা করছি। এখনই পদক্ষেপ নিলে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে যে, আমরা সংকটের সুযোগ নিচ্ছি।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘সাকিব আমাকে দেখে মুখ ফিরিয়ে নেবে না, আমিও না’

‘সাকিব আমাকে দেখে মুখ ফিরিয়ে নেবে না, আমিও না’