দেশের শোবিজ অঙ্গনে এখনও সক্রিয় ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। যদিও দীর্ঘদিন বড় পর্দায় অনুপস্থিত, তবে বিজ্ঞাপন ও ব্রাইডাল ফটোশুটে তাকে নিয়মিতই দেখা যায়। সম্প্রতি একটি র্যাম্প ইভেন্ট শেষে সংবাদ সম্মেলনে নিজের বর্তমান কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন এই ঢালিউড কুইন।
সংবাদ সম্মেলনে অপু বলেন, “আজকের র্যাম্প ওয়ার্কটা ভালো লেগেছে। বরাবরের মতোই নতুন কিছু করার জন্য নিজেকে প্রস্তুত করছি। চেষ্টা করছি নিজেকে আরও পরিবর্তন করতে, যেন সেই ‘প্রপার অপু বিশ্বাস’ হয়ে ফিরতে পারি, যেটা দর্শক দেখতে চান। দোয়া করবেন যেন আমি সেটা বাস্তবায়ন করতে পারি।”
শাকিব খান প্রসঙ্গে কথা বলতে গিয়ে অপু বিশ্বাস বলেন, “আমাদের নতুন প্রজন্মের অনেক গুণী পরিচালক কাজ করছে, তারা ইন্ডাস্ট্রিকে বদলে দিচ্ছে। পাশাপাশি মেগাস্টার শাকিব খান অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। তিনি কী করছেন সেটা বলা মুশকিল, তবে ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে তিনি সেটা প্রমাণ করে দেবেন। আমি বলব, এটা জাস্ট সুপার – আমি গর্বিত।”
অপু আরও বলেন, “অনেক বছর আগে শাকিব খান বলেছিলেন ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করতে হবে। আজ তিনি সেটা করে দেখাচ্ছেন। তার সঙ্গে এখন কাজ করাটা সত্যিই সৌভাগ্যের ব্যাপার।”
শাকিব খানের সঙ্গে আবারও কাজ করার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে অপু বলেন, “দেখা যাক, এটার জন্য পরিকল্পনা, প্রযোজনা প্রতিষ্ঠান ও ভালো গল্পের প্রয়োজন। সবকিছু মিললে অবশ্যই কাজ সম্ভব।”
অপু বিশ্বাসের এই মন্তব্য তার অভিনয়ে পুনরাগমন নিয়ে আশাবাদ তৈরি করেছে। ভক্তরা এখন অপেক্ষায় আছেন — কবে পর্দায় ফিরবেন সেই 'প্রপার অপু বিশ্বাস', যাকে দর্শক এতদিন মিস করেছেন।