ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার দাবিতে ফ্রান্স-মালয়েশিয়ার জোরালো আহ্বান আইন উপদেষ্টার প্রতীকী কফিন নিয়ে মিছিল চাঁদপুরে মেঘনা থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার হোয়াইট হাউসের সভা থেকে বের করে দেওয়া হলো জাকারবার্গকে দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা মহামারির পর্যায়ে: উপদেষ্টা শারমীন মুরশিদ বরখাস্ত হওয়া থাই প্রধানমন্ত্রী পেলেন সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব ভারতে অ্যাপলের কারখানা থেকে সরানো হলো ৩ শতাধিক চীনাকে ইউক্রেনের হামলায় রুশ নৌবাহিনীর উপপ্রধান নিহত ব্যাটিংয়ে দুর্দশা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি বাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ভারত সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় ৪ দিনের রিমান্ডে পরেশ রাওয়াল ফিরতেই সুনীল শেঠির রসিকতা! ঋতুপর্ণাদের সামনে বিশ্বকাপ খেলার হাতছানি পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে আনুষ্ঠানিকভাবে যুক্ত করার পরিকল্পনা নেতানিয়াহু প্রশাসনের বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ‘থাড’ স্থাপন হলো সৌদিতে থানায় হামলা চালিয়ে ২ সাজাপ্রাপ্ত আসামি ছিনতাই, ওসিসহ আহত ২০ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে একটি শব্দও খরচ করতে ইচ্ছুক না: উমামা ফাতেমা বিয়ে সেরেছিলেন মাসখানেক আগে, গাড়ি দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু লিভারপুল তারকা দিয়োগো জোতা'র সংবিধানের নামে দেশে যেটি আছে সেটি আওয়ামী বিধান: হাসনাত তারেক রহমান ও মির্জা ফখরুলকে ট্যাগ করে যা বললেন সারজিস

ইরানের ১ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণও মেনে নেবে না যুক্তরাষ্ট্র: বিশেষ দূত

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ০৬:৪৭:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ০৬:৪৭:৩১ অপরাহ্ন
ইরানের ১ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণও মেনে নেবে না যুক্তরাষ্ট্র: বিশেষ দূত
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে ফের উত্তেজনা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ রোববার (১৮ মে) সাফ জানিয়ে দিয়েছেন, যেকোনো চুক্তির শর্ত হিসেবে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম পুরোপুরি বন্ধ করতে হবে। তাঁর এই বক্তব্যকে “অবাস্তব” ও “আলোচনার অন্তরায়” বলে আখ্যা দিয়েছে তেহরান।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি'র “দিস উইক” অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে উইটকফ বলেন, “আমাদের একটি স্পষ্ট সীমারেখা রয়েছে, সেটি হলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। এমনকি ১ শতাংশ পরিমাণও মেনে নেওয়া হবে না।”

তিনি আরও বলেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কড়া অবস্থান নিয়েছিলেন, বর্তমান প্রশাসনও সেই নীতিতে অটল থাকবে।

এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, “এ ধরনের অবাস্তব শর্তই আলোচনায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। উইটকফ বাস্তবতা থেকে অনেক দূরে রয়েছেন।”

তাসনিম বার্তা সংস্থাকে দেওয়া বক্তব্যে আরাগচি আরও জানান, আলোচনা চলবে তবে ইরানের পরমাণু কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি পরবর্তী বৈঠকের তারিখ ও স্থান শিগগিরই ঘোষণা করা হবে বলে জানান তিনি।

অন্যদিকে, বিশেষ দূত উইটকফ জানান, চলতি সপ্তাহেই ইউরোপে নতুন করে আলোচনার সম্ভাবনা রয়েছে এবং যুক্তরাষ্ট্র এ আলোচনা থেকে ইতিবাচক ফল আশা করছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, “ইরানের সঙ্গে একটি চুক্তির খুব কাছাকাছি চলে এসেছে ওয়াশিংটন।” তবে পরদিনই তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “চুক্তি কার্যকর করতে হলে তেহরানকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।”

প্রসঙ্গত, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের পরমাণু কর্মসূচির মূল অংশ, যা নিয়ে দীর্ঘদিন ধরেই পশ্চিমা বিশ্বের সঙ্গে তেহরানের টানাপোড়েন চলছে। যুক্তরাষ্ট্রের নতুন অবস্থান সেই উত্তেজনাকে আরও তীব্র করে তুলল বলে বিশ্লেষকরা মনে করছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার দাবিতে ফ্রান্স-মালয়েশিয়ার জোরালো আহ্বান

গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার দাবিতে ফ্রান্স-মালয়েশিয়ার জোরালো আহ্বান