গাজায় নতুন করে শুরু হওয়া সামরিক অভিযান অবিলম্বে বন্ধ না করলে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা। মঙ্গলবার (২০ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকায় ত্রাণ প্রবেশে আরোপিত বিধিনিষেধ না তুলে নিলে তেলআবিবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে দেশ তিনটি। স্থানীয় সময় সোমবার (১৯ মে) এ বিষয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করে তারা।
বিবৃতিতে বলা হয়, গাজায় আগ্রাসন অবিলম্বে বন্ধ করতে হবে। সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে বলা হয়, উপত্যকায় পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশ করতে দিতে হবে।
ইসরায়েলি সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডকে ‘জঘন্য’ বলে উল্লেখ করে বিবৃতিতে দেশ তিনটি জানায়, তারা নেতানিয়াহু প্রশাসনের পাশে থাকবে না। পাশাপাশি, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের যে কোনো প্রচেষ্টারও বিরোধিতা করার ঘোষণা দেয় লন্ডন, প্যারিস ও অটোয়া।