কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ বলেছেন, আজ ঢাকা শহরের ওপর দিয়ে দিনে দুইবার শক্তিশালী কালবৈশাখী ঝড় ও তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।
তিনি মঙ্গলবার (২০ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে জানান, প্রথমবার ঝড় পড়বে দুপুর ১টা থেকে বিকেল ৪টার মধ্যে, আর দ্বিতীয়বার বিকেল ৫টার পর থেকে রাত ১০টার মধ্যে।
মোস্তফা কামাল পলাশ সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।