বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া জামিনে মুক্তি পেয়েছেন।
আজ (মঙ্গলবার) বিকেল সাড়ে ৩টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান বলে জানিয়েছেন ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক জাহাঙ্গীর কবির।
এর আগে সকালে, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন। এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বিকেলে তাকে কারামুক্ত করা হয়।
নুসরাত ফারিয়ার আইনজীবীরা জানান, মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত এবং অভিনেত্রী বৈষম্যবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকলেও হত্যাচেষ্টার অভিযোগের কোনো ভিত্তি নেই।