ঢাকা , শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ , ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মদের দোকানে তাণ্ডব চালিয়ে মাতাল হয়ে বাথরুমে পড়ে রইল র‍্যাকুন ঋণের চাপে রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইনস বেচে দিচ্ছে পাকিস্তান সৌদিতে চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে কাল, আলো ছড়াবেন জোলি-ঐশ্বরিয়ারা এখনও ‘ট্রাভেল পাস’ চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা আবারও সংশোধন হচ্ছে আরপিও বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান ঝুঁকিপূর্ণ নেতৃত্বের ফয়সালা আসমান থেকে আসে: হাসনাত নতুন দুই ছানা পেল সন্তানহারা সেই মা কুকুর রাবির ৩ শিক্ষক বরখাস্ত, ২ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল তুরাগ নদী থেকে যুবকের লাশ উদ্ধার ইমরান খানের জন্য চিন্তিত ভারতীয় অভিনেত্রী মুনমুন সেন এবার ৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাজধানী, উৎপত্তিস্থল যেখানে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে: ট্রাম্প হবিগঞ্জের প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে ফেলে যাওয়া নবজাতককে সারা রাত পাহারা দিল একদল কুকুর! বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে প্রায় ৫শ ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার এভারকেয়ারের পাশে উড়বে সেনা ও বিমানবাহিনীর হেলিকপ্টার ৪ দিন পর নীলফামারী-রংপুর রুটে বাস চলাচল শুরু ২৫ বছর আগে যা ছিলাম, এখন তার চেয়েও চাঙা বলার পরই বৈঠকে এক ঘণ্টা ঘুমালেন ট্রাম্প

সেই মনু মিয়াকে দেখতে হাসপাতালে গেলেন অভিনেতা খায়রুল বাসার

  • আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০৪:৫৪:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০৪:৫৪:১৯ অপরাহ্ন
সেই মনু মিয়াকে দেখতে হাসপাতালে গেলেন অভিনেতা খায়রুল বাসার
কিশোরগঞ্জের মিঠামইনের মনু মিয়া—গ্রামের মানুষদের কাছে পরিচিত ‘গোরখোদক’ নামে। গত ৪৯ বছর ধরে তিনি একটানা কবর খননের কাজ করে যাচ্ছেন বিনা পারিশ্রমিকে। এখন পর্যন্ত তিন হাজারেরও বেশি কবর খনন করেছেন তিনি, কখনও কোনো অর্থ বা উপহার নেননি।

গ্রামে কেউ মারা গেলে আগে থেকেই জানা থাকত—লাল রঙের ঘোড়া নিয়ে হাজির হবেন মনু মিয়া। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, সেই বিশ্বস্ত সঙ্গীটিকে হারিয়েছেন তিনি। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় থাকা মনু মিয়াকে না জানিয়ে, স্বজনেরা গোপন রেখেছেন তার প্রিয় ঘোড়াটির করুণ মৃত্যুর খবর। জানা গেছে, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে প্রাণীটিকে।

এই হৃদয়বিদারক ঘটনার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা তোলপাড় সৃষ্টি করে। সমাজের নানা শ্রেণির মানুষ মনু মিয়ার মানবিক কাজের প্রশংসা করতে থাকেন। এমন সময় পাশে এসে দাঁড়ান জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, “মনু মিয়াকে আমি ঘোড়া কিনে দিতে চাই। আমার কবর খোঁড়ার আগ পর্যন্ত আল্লাহ যেন তাকে সুস্থ ও নিরাপদ রাখেন।”

এছাড়াও তিনি আহ্বান জানান, কেউ যদি মনু মিয়ার সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারেন, তবে তিনি চিরকৃতজ্ঞ থাকবেন।

পরবর্তীতে মনু মিয়ার সঙ্গে ফোনে কথা বলেন খায়রুল বাসার এবং জানান, খুব শিগগিরই তিনি হাসপাতালে গিয়ে তার সঙ্গে দেখা করবেন। সেই প্রতিশ্রুতি রক্ষা করে সোমবার রাতে হাসপাতালে যান বাসার। দীর্ঘ সময় ধরে কথা বলেন মনু মিয়ার সঙ্গে।

সেই মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে তিনি লেখেন, “আজ এক নায়কের সাথেই দেখা হলো আমার। আমি নিজ চোখে এক নায়ককেই দেখে আসলাম, বুক মেলালাম এক নায়কের সাথে! আজন্ম এক নায়ক মনু মিয়া। এই নায়কের গল্প বলবো শিগগিরেই। এটুকু বলি, মনু মিয়া অসহায় না বরং অসহায়ের সহায় হয়ে ওঠার প্রচণ্ড শক্তি আছে তার। এই দিশাহীন সমাজে এক আদর্শের নাম মনু মিয়া।”

কমেন্ট বক্স