ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ নিতে না দেওয়ার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি শেষ হয়েছে।
মঙ্গলবার (২০ মে) হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটের শুনানি হয়।
শুনানি শেষে আদালত আদেশের জন্য আগামীকাল বুধবার (২১ মে) দিন ধার্য করেছেন।
গত সপ্তাহে মো. মামুনুর রশিদ নামে এক ব্যক্তি এই রিটটি দায়ের করেন। রিটে ইশরাক হোসেনকে শপথ নিতে না দেওয়ার নির্দেশনার পাশাপাশি, তাকে মেয়র ঘোষণা করা নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।
এর আগে গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফলাফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন।
পরবর্তীতে ২৭ এপ্রিল নির্বাচন কমিশন থেকে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।
এখন হাইকোর্টের আদেশের দিকেই তাকিয়ে আছেন সংশ্লিষ্ট সবাই।